কলকাতা: আজ ৯ বছর পরে SSC পরীক্ষা। বিভিন্ন সেন্টারে সেন্টারে পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীরা।  বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও বিজেপি জোট শাসিত বিহার থেকে এরাজ্যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে এসেছেন পরীক্ষার্থীরা। উত্তরবঙ্গের কোচবিহারে ধরা পড়েছে এমনই ছবি। প্রায় ৯ বছর পর রাজ্যে হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা। কোচবিহার জেলার ৩০ টি কেন্দ্রে প্রায় ১৩ হাজার পরীক্ষার্থী বসছেন এই পরীক্ষায়। এদিন সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রে ধরা পড়েছে কড়া নিরাপত্তা ব্য়বস্থা। পুলিশ সূত্রে খবর, প্রতি পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকছেন ১জন পুলিশ আধিকারিক ও ৪ জন করে পুলিশকর্মী। গতকাল রাত থেকেই নির্দিষ্ট সেন্টারে চলে এসেছেন পরীক্ষার্থীরা। আর আজ, তাঁরা পরীক্ষা দিচ্ছেন নির্দিষ্ট সেন্টারে। আর এবার, এই নিয়ে মুখ খুলেছেন, কুণাল ঘোষ

আজকের SSC পরীক্ষায় ভিন রাজ্যের প্রার্থীদের যোগদান দেখে বিজেপিকে নিশানা করে পোস্ট কুণাল ঘোষের। তিনি লিখেছেন, 'বাংলায় SSC পরীক্ষায় যোগীরাজ্য-সহ ডবল ইঞ্জিন সরকারের রাজ্যের কর্মপ্রার্থীরা। অনেকে বলছেন ওখানে চাকরি নেই, ঠিকমত পরীক্ষা হয় না। তাই তাঁরা এখানে পরীক্ষা দিতে এসেছেন, কী বুঝলেন। এখানে কেউ বলেনি বাংলার চাকরির পরীক্ষা শুধু বঙ্গবাসী দিতে পারবে। কেউ হয়রান করেনি, অপমান করেনি, বাধা দেয়নি! কিছু বুঝলেন?' বিজেপিকে খোঁচা দিয়ে পোস্ট কুণাল ঘোষের। 

 

আর কুণাল ঘোষের এই পোস্টের পাল্টা সজল ঘোষ বলছেন, 'এটা বোধহয় ঠিক কথা হল না। এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো-দের মতো। এরা সারা ভারতবর্ষ জুড়ে পরীক্ষা দিয়ে বেড়ায়। যেমন 'রুদালি' -দের নিয়ে সিনেমা হয়েছিল। একদল মানুষ ছিলেন যাঁরা বিভিন্ন জায়গায় কেঁদে বেড়াতেন। এগুলো দেখানোর জন্য তৈরি হয়েছে। আর যদি অন্য রাজ্য থেকে কয়েকজন তো আসতেই পারেন। আরে ভারতবর্ষ থেকেই তো এসেছেন, পাকিস্তান থেকে তো আসেননি। উত্তরপ্রদেশের, মধ্যপ্রদেশের মানুষকে যদি এরকম ঘৃণার চোখে দেখা হয়, তারাও কিন্তু ওই রাজ্যে ঘৃণাই দেখাবে। কুণাল ঘোষের যা যোগ্যতা, তাতে ওটা ওর মাথায় ঢুকবে না। ওকে যন্তর মন্তর ঘরে ঢুকিয়ে দিয়েছে, কানে যা বলে দিয়েছে, সেটাই বলে যাচ্ছে। রোবটের মতো। এআই-এর মতো। উত্তরপ্রদেশে যখন পরীক্ষা হয়, আমরা তখন দেখি ওখানকার স্টেশনে গিয়ে বাঙালিরা শুয়ে রয়েছে। সেই ছবি ও তো দেখেছি।'