কলকাতা: কৌস্তভ-বিতর্কের মধ্যেই কংগ্রেসকে নিশানা করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। 'কংগ্রেস বিজেপিকে ঠেকাতে পারে না, তৃণমূল পারে। নিজেদের ব্যর্থতা ঢাকতে কংগ্রেস অকংগ্রেসি, অবিজেপি দলগুলির ক্ষতি চাইছে। বিজেপির সাহায্যও নিচ্ছে কংগ্রেস। বাংলাতেও কংগ্রেসের যা ভূমিকা, তাতে দিল্লিতে বিজেপি বিরোধিতার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে'। ট্যুইট তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।


 



এদিকে জামিন পাওয়ার পরদিনই ফের হুঙ্কার দিয়েছেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। বললেন থেমে থাকার প্রশ্ন নেই, আন্দোলন আরও তীব্রতর হবে। মুখ্যমন্ত্রী অধীর চৌধুরীর কাছে দুঃখপ্রকাশ করলে, পা ধরে ক্ষমা চাইব। মন্তব্য কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর। একইসঙ্গে তাঁর দাবি, ফোন করতে ভয় পেলেও, তৃণমূলের অনেক নেতাই তাঁকে হোয়াটসঅ্যাপ কল করে গ্রেফতারির নিন্দা করেছেন। এদিন শহিদ মিনারে DA-ধর্নামঞ্চে যাবেন বলেও জানিয়েছেন কৌস্তভ। 


ট্যুইটে আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে খোঁচা দিয়েছেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যও। লিখেছেন ধরুন ২০২৪-এ দিল্লিতে ইউপিএ-র সরকার গড়তে তৃণমূলের সমর্থন লাগল, ধরুন তৃণমূল সমর্থন দিয়েও দিল, সেদিন বাগচী বাবুর অবস্থান কী হবে?






কৌস্তভ বাগচীর গ্রেফতারিকাণ্ডে কংগ্রেস-সিপিএমকে নিশানা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। ট্যুইটারে তাঁর খোঁচা, নো ভোট টু বিজেপি স্লোগানটি মনে করুন। অম্বরীশ থেকে কৌস্তভ, দীর্ঘ পথ পেরোতে হল। 


ব্য়াঙ্কশাল কোর্ট থেকে জামিন পেয়ে, শনিবার আদালত চত্বরেই মাথা কামান কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। রবিবার তাঁর বিরুদ্ধে, উত্তর ২৪ পরগনার কামারহাটিতে অভিনব প্রতিবাদ করল তৃণমূল। কংগ্রেস নেতাকে কটাক্ষ করেছেন মদন মিত্র থেকে পার্থপ্রতিম রায়। পাল্টা জবাব দিয়েছেন কৌস্তভ বাগচী।  


ব্য়াঙ্কশাল কোর্ট থেকে জামিন পেয়ে, শনিবার আদালত চত্বরেই মাথা কামান কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। চ্যালেঞ্জ ছোঁড়েন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। রবিবার তার বিরুদ্ধে, অভিনব প্রতিবাদ করলেন কামারহাটির ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা। স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে দলীয় এক কর্মীর মাথায় ঘোল ঢেলে প্রতীকী প্রতিবাদ করা হয়। এর মধ্যেই, কৌস্তভ বাগচীর ন্যাড়া হওয়া নিয়ে কটাক্ষ করেছেন কোচবিহারের তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়। মুখ্যমন্ত্রীকে নিয়ে করা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর মন্তব্যের প্রতিবাদে, রবিবার বহরমপুরে মিছিল করে তৃণমূল।