সনৎ ঝা, মোহন প্রসাদ ও আশাবুল হোসেন, কলকাতা :  জিটিএ-র নির্বাচনের বিরোধিতায় সক্রিয় বিমল গুরুং! পাহাড় সমস্যার স্থায়ী সমাধান না করে কেন জিটিএর ভোট? এই প্রশ্ন তুলে বুধবার থেকে আমরণ অনশনে বসলেন মোর্চা নেতা বিমল গুরুং! জিটিএর ভোট নিয়ে রাজ্য সরকারের বিরোধিতা করছেন তিনি। আর তাতেই পাহাড়ের রাজনৈতিক সমীকরণ ফের পাল্টানোর ইঙ্গিত মিলেছে। তৃণমূল যখন GTA-র ভোটের পক্ষে, তখন কিছুদিন আগেই, পাহাড়ে তৃণমূলের সঙ্গে জোট করে পুরভোটে লড়া বিমল গুরুং, GTA’র ভোটের বিরোধিতায় বুধবার থেকে অনশনে বসলেন! এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 



জিটিএ-র নির্বাচন, গুরুঙ্গের ভোলবদল 
বিমল গুরুং যেমন GTA ভোটের বিরোধিতা করছে, তেমনই বিজেপির গলাতেও একই সুর! সেই কারণেই চড়ছে বিতর্ক। এই প্রসঙ্গে  বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ' GTA পাহাড়ের সমস্যার সমাধান নয়, ত্রিস্তরীয় পঞ্চায়েতেই সমস্যার সমাধান হবে, এ নিয়ে পরে আদালতে যাব কি না জানাব ' 


পাহাড়ের রাজনৈতিক সমীকরণ ফের বদলানোর ইঙ্গিত
১০ বছর পর ফের GTA’র নির্বাচন হতে চলেছে পাহাড়ে  আর তার নির্ঘণ্ট ঘোষণা হতে না হতেই পাহাড়ের রাজনৈতিক সমীকরণ ফের বদলানোর ইঙ্গিত! তৃণমূল যখন GTA-র ভোটের পক্ষে, তখন কিছুদিন আগেই, পাহাড়ে তৃণমূলের সঙ্গে জোট করে পুরভোটে লড়া বিমল গুরুং, GTA’র ভোটের বিরোধিতায় বুধবার থেকে অনশনে বসলেন!


গুরুংয়ের প্রতি নমনীয় BJP ? 
আর তৃণমূল সম্পর্কে গুরুংয়ের সুর যখন চড়া, তখন অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে কি পুরনো সঙ্গী বিমল গুরুংয়ের প্রতি নমনীয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে বিজেপি? বিমল গুরুঙ্গ বলেন, ' আমি চাই,  জোট ধর্ম সরকারকেও মানতে হবে। আমি বলতে চাই, সরকার আমাদের বক্তব্যে গুরুত্ব না দিয়ে জোর করে চাপিয়ে দিচ্ছে। ' 


বিমল গুরুঙ্গের সঙ্গে কোনও কথা হয়েছে কি বিজেপির ? বিজেপি সাংসদ রাজু বিস্ত জানান, ' না, এখনও পর্যন্ত আমার সঙ্গে কোনও কথা হয়নি। বিমল গুরুঙ্গই হোন বা অন্য কোনও নেতা বা পার্টি, যিনি গোর্খাদের জন্য ভাববেন, তিনি GTA-র বিরুদ্ধে থাকবেন, এটা আমি বলতে পারি।' 


' ট্রেনি সভাপতি সুকান্ত '
বিমল গুরুং যেমন GTA ভোটের বিরোধিতা করছে, তেমনই বিজেপির গলাতেও GTA বিরোধিতা। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদারকে একহাত নেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক  কুণাল ঘোষ। তিনি সরাসরি আক্রমণ করেন সুকান্তকে।  বলেন , ' অপদার্থ সুকান্ত মজুমদার তিনি আগে নিজের দল সামলান ! একজন ট্রেনি সভাপতি ... রাজনীতি শেখেননি ও সভাপতি হওয়ার পর থেকে যা রেজাল্ট হচ্ছে ... ফেসবুক উঠে গেলে সুকান্তর বিজেপি উঠে যাবে' 

এই পরিপ্রেক্ষিতে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম গুরুঙ্গকে খোঁচা দিয়ে বলেন, এখন কোন দলে আছে? বিধানসভা ভোটের আগে TMC। এখন কোথায়? 


এই তরজার আবহেই আগামী ২৬ জুন জিটিএ-র নির্বাচন।