কলকাতা: কুণাল ঘোষের (Kunal Ghosh) সঙ্গে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের (Narayan Banerjee) বৈঠকে কড়া প্রতিক্রিয়া একাধিক চিকিৎসক সংগঠনের। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স সহ  'দৌত্য'কে নস্যাৎ করল চিকিৎসক সংগঠন FEMA-ও। 


কড়া প্রতিক্রিয়া একাধিক চিকিৎসক সংগঠনের: জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, 'ডা. নারায়ণ বন্দ্যোপাধ্যায় কোনও চিকিৎসক সংগঠনের কোনও প্রতিনিধি কিনা আমরা জানি না। তিনি ব্যক্তির এক্তিয়ারে কারো সঙ্গে দেখা করতেই পারেন। কিন্তু সিনিয়র-জুনিয়র চিকিৎসক ও জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের দৌত্যের অধিকার তাঁকে কেউ দেয়নি।তিনি এমন একজনের সঙ্গে বৈঠক করেছেন, যিনি প্রতিনিয়ত আন্দোলনকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন । আমরা মনে করি নারায়ণবাবু আন্দোলনের পরিপন্থী ভূমিকা পালন করেছেন। তাঁর এই আচরণকে আমরা সমর্থন করছি না'। এই বৈঠক প্রসঙ্গে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, "ডা. নারায়ণ বন্দ্যোপাধ্যায় আমাদের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ  ওয়েস্ট বেঙ্গলের অন্তর্গত সংগঠনের কোনও সদস্য নয়। অন্য কোনও চিকিৎসক সংগঠনে প্রতিনিধিত্ব করেন কিনা আমাদের জানা নেই।  কিন্তু জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার এবং জনগণের ঐক্যবদ্ধ যে আন্দলন চলছে তা দৌত করবার অধিকার ওকে কেউ দেয়নি। উনি ব্যক্তিগতভাবে যে কারও সঙ্গে দেখা করতেই পারেন সে ব্যাপারে আমাদের বলার কিছু নেই। তিনি এমন একজনের সঙ্গে এবিষয়ে কথা বলেছেন যিনি শুরু থেকেই অতি কদর্য ভাষায় জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদের আক্রমণ করেছেন।'



এই বৈঠক প্রসঙ্গে ফেডারেশন অফ মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা FEMA বিবৃতি জারি করে জানিয়েছে, 'নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের মতামত ব্যক্তিগত, তিনি সংগঠনের কেউ নন। তাঁর বক্তব্যকে FEMA সমর্থন করে না। জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবির সমর্থনে আমরা আমাদের অবস্থানে অনড়।' বৃহস্পতিবারের এই বৈঠকই শেষ নয়, জুনিয়র ডাক্তারদের বার্তা দিয়ে পোস্ট করেছেন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। ফেসবুক পোস্ট করে আন্দোলনকারী জুনিয়র ডাক্তার আসফাকুল্লা নাইয়া লিখেছেন, "আপনার পোস্ট দেখে কষ্ট পেলাম। দয়া করে জুনিয়র ডাক্তারদের জন্য কিছু করবেন না। জুনিয়র ডাক্তাররা সাধারণ মানুষের জন্য রাস্তায়। আজ থেকে সাধারণ মানুষের জন্য কিছু করুন।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Sealdah Division: কোনও স্টেশনে ৩০ সেকেন্ডের বেশি দাঁড়াবে না ট্রেন, বড় ঘোষণা শিয়ালদা ডিভিশনে