অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: শিয়ালদা ডিভিশনে (Sealdah Division) কোনও স্টেশনে ৩০ সেকেন্ডের বেশি দাঁড়াবে না লোকাল ট্রেন। চালক, গার্ড থেকে স্টেশন মাস্টারদের চিঠি দিলেন ডিভিশনাল অপারেশনস ম্য়ানেজার। শিয়ালদা ডিভিশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সময় মেনে ট্রেন চলাচলের কথা মাথায় রেখে এই উদ্য়োগ। পরে অবশ্য পূর্ব রেলের তরফে জানানো হয় এই খবর বিভ্রান্তিকর।
বড় ঘোষণা শিয়ালদা ডিভিশনে: ট্রেনকে বলা হয় শহরতলির লাইফলাইন। জেলার সঙ্গে শহরের যোগাযোগের অন্যতম পথ এই ট্রেন। প্রতিদিন হাজার হাজার মানুষ শিয়ালদায় আসেন। মূলত দুটো শাখা হয়েছে রয়েছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে। উত্তর এবং দক্ষিণ শাখা। উত্তর শাখায় আবার মেন লাইন এবং বনগাঁ লাইন। দক্ষিণ শাখা ভাগ হয়েছে ডায়মন্ডহারবার, ক্যানিং, বজবজের দিকে। জেলা থেকে কলকাতায় আসার এই পথে রয়েছে ট্রেন সময় মেনে না চলার মতো অভিযোগ। প্রায় প্রত্যেকটি শাখায় শিয়ালদা ডিভিশনে ট্রেন দেরি করে চলার অভিযোগ রয়েছে। যা নিয়ে একাধিকবার যাত্রীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। কিন্তু তাতেও বদলায়নি ছবিটা। জানা যায়, শিয়ালদা ডিভিশনের ডিভিশনাল অপারেশনস ম্য়ানেজার পক্ষ থেকে জানানো হয়েছে সংশ্লিষ্ট ডিভিশনের কোনও স্টেশনে আর ৩০ সেকেন্ডের বেশি দাঁড়াবে না ট্রেন। ইতিমধ্যেই এই নির্দেশিকা পাঠানো হয়েছে লক, গার্ড থেকে স্টেশন মাস্টারদের। পরে পূর্ব রেল সোশাল মিডিয়ায় পোস্ট করে লেখে, "শিয়ালদা ডিভিশনে ট্রেনে ওঠানামার সময় কমিয়ে ৩০ সেকেন্ড করার যে খবর ছড়িয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। লোকাল ট্রেনে ওঠানাম করার জন্য যাত্রীরা যে সময় পেতেন, ভবিষ্য়তেও তাই পাবেন।'
এই সংক্রান্ত খবর ছড়িয়ে পড়তেই X হ্য়ান্ডেলে পোস্ট করে কুণাল ঘোষ লিখেছেন, "শিয়ালদা ডিভিশনে লোকাল ট্রেনে ওঠানামার সময় কমিয়ে ৩০ সেকেন্ড করার খবর আসছে। এটা বিপজ্জনক। জনবহুল স্টেশনে বা অফিস টাইমে তাড়াহুড়োয় দুর্ঘটনা বাড়বে। অবিলম্বে পুনর্বিবেচনা করা দরকার।''
চলতি মাসেই ষষ্ঠীর সকালে ঘোষণা না করেই বাতিল করা হল সোনারপুর লোকাল। এমনটাই অভিযোগ তোলেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, পূর্ব ঘোষণা ছাড়াই ৮ টা ৪২-এর সোনারপুর লোকাল বাতিল করা হয়। যার জেরে শিয়ালদা দক্ষিণ শাখার সোনারপুর স্টেশনে সকাল ৯টা থেকে অবরোধ শুরু হয়। বজবজ বাদে শিয়ালদা দক্ষিণ শাখার সবকটি রুটেই এর প্রভাব পড়ে। বিভিন্ন স্টেশনে আটকে পড়ে আপ ও ডাউন ট্রেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ESI Hospital Fire: কাকভোরে আগুন হাসপাতালে, কোনওক্রমে বাঁচল প্রাণ, আতঙ্কে রোগীরা