কলকাতা: নিয়োগ দুর্নীতি ইস্যুতে বাম জমানাকে নিশানার পর এবার ডাক্তারি পড়ার কোটা নিয়ে প্রশ্ন কুণালের। 'বামফ্রন্ট জমানায় ডাক্তারি পড়তে মুখ্যমন্ত্রীর কোটা ছিল। এই কোটা ২০১১-র পর তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাম জমানায় মুখ্যমন্ত্রীর কোটায় ক'জন এবং কারা ডাক্তারি পড়েছিলেন? অধিকাংশই জয়েন্টে না পেয়েও কোটায় ঢোকার অভিযোগ উঠত কেন' সম্পূর্ণ তালিকা প্রকাশ করুক সিপিএম, ট্যুইট কুণাল ঘোষের।


এবার ডাক্তারি পড়ার কোটা নিয়ে প্রশ্ন কুণালের: নিয়োগ দুর্নীতি ঘিরে উত্তাল গোটা বাংলা। তার মধ্যেই উঠে এসেছে চিরকুট বিতর্ক। বাম (CPM) আমলে চিরকুটে চাকরি বিলি হয়েছিল বলে অভিযোগ তৃণমূল (TMC)। সেই নিয়ে সিপিএম-এ সঙ্গে জোর তরজা চলছে জোড়াফুল শিবিরের। আর সেই আবহেই ফের বিস্ফোরক অভিযোগ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের। বাম জমানায় মুখ্যমন্ত্রীর কোটায় ডাক্তারি পড়ার ব্যবস্থা ছিল বলে অভিযোগ করেছেন তিনি। 





 


এদিকে ছেলেকে ডাক্তারি পড়ার সুযোগ করে দিয়েছিলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে কাঠগড়ায় তুলেছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের (Udayan Guha)। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু (Jyoti Basu) এক সিপিএম নেতার ছেলেকে ডাক্তারিতে সুযোগ পাইয়ে দিয়েছিলেন বলে দাবি উদয়নের। উদয়ন গুহর বক্তব্য, "মুখ্যমন্ত্রীর কোটায় কোচবিহারের প্রয়াত সিপিএম নেতার ছেলেকে ডাক্তারিতে সুযোগ পাইয়ে দিয়েছিলেন জ্যোতি বসু। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু যোগ্যদের বঞ্চিত করেছিলেন।"


প্রকাশ্য সভায় এই দাবি করেন উদয়ন। তাঁকে বলতে শোনা যায়, "জ্যোতি বসু বড় দুর্নীতি করেছেন। একটা সময় যখন বাংলায় মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ার জন্য ছাত্র ভর্তি হত, আসন কম ছিল। সেই সময় মুখ্যমন্ত্রীর কোটা ছিল, ১০টি ডাক্তারিতে। ১০টি ইঞ্জিনিয়ারিংয়ে। ফার্স্ট ডিভিশনে পাস করে, জয়েন্টে পাস করেও যাঁরা ডাক্তারিতে চান্স পাননি, তাঁদের বঞ্চিত করে কোচবিহারের দিনহাটার সিপিএম নেতা মানিক দত্তর ছেলে সেকেন্ড ডিভিশনে পাস করে আজ ডাক্তার হয়েছেন জ্যোতিবাবুর কোটায়। জ্যোতিবাবু দুর্নীতি করেনি আপনি! এটাও তো দুর্নীতি!"


আরও পড়ুন: Dilip Ghosh: 'আমার হাত ধরে রাজু ঝা বিজেপিতে যোগ দেননি,' প্রতিক্রিয়া দিলীপ ঘোষের