নয়াদিল্লি: মোদি-পদবী কটাক্ষে দোষী সাব্যস্ত হয়েছেন। খারিজ হয়েছে সাংসদ পদ। কিন্তু ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই বলে জানিয়ে দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর নাম গান্ধী, সাভারকর নয়, বলেও জানিয়েছেন। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যেই রাহুলকে তীব্র আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের (Anurag Thakur)। দশ বার জন্ম নিলেও রাহুলের পক্ষে সাভারকর (Vinayak Damodar Savarkar) হওয়া সম্ভব নয় বলে দাবি অনুরাগের।


দিল্লিতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে JITO অহিংসা রানে অংশ নেন অনুরাগ। সেখানে সংবাদ সংস্থা এএনআই-এর মুখোমুখি হয়ে রাহুলকে কটাক্ষ করেন অনুরাগ। বলেন, “সাভারকরকে অপমান করেছেন রাহুল। তার জন্য দেশ কখনও ক্ষমা করবে না তাঁকে। দশ বার জন্ম নিলেও সাভারকর হতে পারবেন না রাহুল। স্বাধীনতার জন্য গোটা জীবন ব্যয় করেছেন সাভারকর। ব্রিটিশদের সহযোগিতায় ভারতীয় গণতন্ত্রের বিরুদ্ধে প্রচার করেই জীবন কাটিয়ে দিলেন রাহুল।”


সাভারকর কটাক্ষে এর আগে নিজেদের শরিক দলের কাছ থেকেও বিরূপ প্রতিক্রিয়া পান রাহুল। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাহুলকে সতর্ক করে দেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দেও তীব্র আক্রমণ করেন রাহুলকে। রাহুল আগে আন্দামান জেলে গিয়ে থেকে, পরে সাভারকরকে নিয়ে কথা বলুন বলে মন্তব্য করেন তিনি। মহারাষ্ট্রের মানুষ রাহুলের উপর ক্ষুব্ধ বলেও দাবি করেন তিনি। রাজ্য জুড়ে সাভারকর যাত্রার কথাও ঘোষণা করেছেন শিন্দে।


আরও পড়ুন: Rahul Gandhi: গুজরাতের আদালতেই আবেদন, সোমবার মানহানি মামলার রায়কে চ্যালেঞ্জ রাহুলের


২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারে মোদি পদবী নিয়ে কটাক্ষ করেন রাহুল। সেই নিয়ে তাঁর বিরুদ্ধে অপরাধমূলক মানহানি মামলা দায়ের হয়। সেই মামলায় সুরতের আদালত রাহুলকে দোষী সাব্য়স্ত করেছে। তার জেরে সাংসদ পদও খোয়াতে হয়েছে রাহুলকে। উচ্চ আদালতে সাজায় স্থগিতাদেশ না এলে আগামী আট বছর নির্বাচনে লড়তে পারবেন না রাহুল। 


গোটা ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করেন রাহুল। সংসদে গৌতম আদানি এবং প্রধানমন্ত্রীর সমীকরণ নিয়ে সরব হয়েছিলেন বলেই, পরিকল্পনা করে তাঁকে সংসদ থেকে সরিয়ে দেওয়া হল বলে অভিযোগ করেন। নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন কিনা প্রশ্ন করলে রাহুল জানান, তাঁর নাম গান্ধী, সাভারকর নয়। গান্ধীরা ক্ষমা চায় না। ব্রিটিশ শাসকদের কাছে ক্ষমা চেয়ে লেখা সাভরকরের  চিঠির সূত্র ধরেই রাহুল এমন কটাক্ষ করেন। সেই নিয়েই এ দিন তাঁকে আক্রমণ অনুরাগের।