প্রকাশ সিনহা, কলকাতা: এ বার পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সম্পর্কে বিস্ফোরক কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) সূত্রে খবর, যুব তৃণমূল (TMC) নেতার দাবি, জেলের মধ্যেই তাঁকে রীতিমতো শাসিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। পার্থর বিরুদ্ধে কুন্তলের বয়ান রেকর্ড করা হয়েছে। কুন্তলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে ইডি-র একটি সূত্র মারফত।
কুন্তলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে
ইডি সূত্রে খবর, তদন্তকারীদের কাছে কুন্তল দাবি করেন, পার্থ তাঁর কাছে জানতে চান, কেন তাঁর নাম বলা হয়েছে? কুন্তল কি তাঁকে টাকা দিয়েছেন? কুন্তলের কাছে জানতে চান পার্থ। প্রাক্তন শিক্ষামন্ত্রী সম্পর্কে কুন্তলের বয়ান রেকর্ড করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। সবদিক খতিয়ে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারীরা।
ইডি সূত্রে খবর, কলকাতার প্রেসিডেন্সি জেলে যে দিন ইডি আধিকারিকরা কুন্তলকে জিজ্ঞাসাবাদের জন্য, সে দিনই অভিযোগ করেন কুন্তল। জানান, তিনি জেলে পৌঁছলে তাঁর কাছে আসেন পার্থ। জানতে চান, কেন তাঁর নাম নেোয়া হয়েছে? কুন্তলকি তাঁকে টাকা দিয়েছেন? বিষয়টি জানার পরই কুন্তলের বয়ান রেকর্ড করে ইডি। জেলে পার্থ কোনও ভাবে প্রভাব খাটানোর চেষ্টা করছেন কিনা, খতিয়ে দেখা হচ্ছে। আদালকে বিষয়টি তুলে ধরা হতে পারে।
দু'দিন আগে সিবিআই হেফাজত থেকে প্রেসিডেন্সি জেলে গিয়েছেন কুন্তল এবং তাপস মণ্ডলও
দু'দিন আগে সিবিআই হেফাজত থেকে প্রেসিডেন্সি জেলে গিয়েছেন কুন্তল এবং তাপস মণ্ডলও। জেল সূত্রে খবর, তাপসকেও একই কথা বলেন পার্থ। জানতে চান, কুন্তল কেন তাঁর নাম নিয়েছেন? কুন্তল কি তাঁকে টাকা দিয়েছিলেন? তদন্তকারী আধিকারিকদের কুন্তল যে বয়ান দিয়েছেন, সেই অনুযায়ী, পার্থ রীতিমতো শাসানি দিয়েছেন। কেন তাঁর নাম মুখে এনেছেন কুন্তল, জানতে চান। এ বিষয়ে কী পদক্ষেপ করতে পারে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।