আবির দত্ত, পশ্চিম মেদিনীপুর: পাঁচদিন পর কুড়মি আন্দোলন আংশিক শিথিল। খেমাশুলিতে আপাতত উঠল রেল ও সড়ক অবরোধ। পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে শুরু ট্রেন চলাচল। পুরুলিয়ার কুস্তাউরেও শুরু রেল চলাচল। কাল সরকারের সঙ্গে বৈঠকে বসব না, দাবি আন্দোলনকারীদের একাংশের।


পশ্চিম মেদিনীপুরের শুরু ট্রেন চলাচল। খেমাশুলিতে সকাল ১০ থেকে দুপুর ৩ পর্যন্ত আন্দোলন শিথিল করা হবে। খেমাশুলিতে রাত ১ থেকে ৬ পর্যন্ত আন্দোলন শিথিল।


শুরু হয়েছে মালগাড়ি চলাচল। শীঘ্রই এখানে যাত্রিবাহি ট্রেনও চলবে বলে সূত্রের খবর। এখানে প্রচুর পরিমাণে RPF রয়েছে। আন্দোলনকারীদের ব্যানারও খুলে ফেলা হয়েছে। সরে গিয়েছেন আন্দোলনকারীরা।


জাতীয় সড়কে কী অবস্থা?
ট্রেন চলাচল শুরু হলেও পাশেই জাতীয় সড়ক এখনও অবরুদ্ধ। কুড়মি সমাজের তরফে অবরোধ চলছে। তাঁরা এখনও রয়েছেন রাস্তায়। যদিও তাঁদের তরফে বলা হয়েছে, ১০ থেকে দুপুর ৩ পর্যন্ত আন্দোলন শিথিল করা হবে, রাত ১টা থেকে সকাল ৬ পর্যন্ত আন্দোলন শিথিল করা হবে। যান চলাচল করতে দেওয়া হবে। 


খড়্গপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সোমনাথ দত্ত জানান, ট্রেন চলাচল শুরু হয়েছে। সড়কে যান চলাচলও শুরু হয়ে যাবে বলে আশা তাঁর। কথা চলছে বলে জানান তিনি।


পুরুলিয়ার কুস্তাউরের পর কোটশিলাতেও উঠল অবরোধ। আলাপ আলোচনার পরে সেখানে আংশিক শিথিল অবরোধ। ধীরে ধীরে শুরু হয়েছে সড়ক ও রেল চলাচল।


গত পাঁচদিনে বাতিল হয়েছে ৪৯৬টি দূরপাল্লার ট্রেন, জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। আজও বাতিল করা হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। কুড়মি আন্দোলনের জেরে বিপর্যন্ত রেল পরিষেবা। চরমে উঠেছে হাজার হাজার যাত্রীর দুর্ভোগ।


দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, রবিবার বাতিল করা হয়েছে ৯৫টি দূরপাল্লার ট্রেন। গত পাঁচদিনে সব মিলিয়ে ৪৯৬টি দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে।


বাতিল ট্রেনের তালিকায়:
হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস
হাওড়া-তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস
হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস 
হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেস
হাওড়া-পুণে আজাদ হিন্দ এক্সপ্রেস
হাওড়া-আমদাবাদ এক্সপ্রেস
হাওড়া-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস
হাওড়া-হাতিয়া এক্সপ্রেস
হাওড়া-মুম্বই মেল
পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস
হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস 
হাওড়া-রাঁচি এক্সপ্রেস
আসানসোল-টাটানগর এক্সপ্রেস
খড়গপুর-হাতিয়া এক্সপ্রেস


এদিন হাওড়া স্টেশনে গিয়ে দেখা যায়, একের পর এক ট্রেন বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী। স্টেশনে এসেও ট্রেন না পেয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের।


আরও পড়ুন: রোদ উঠলে বাইরে থাকাই দুষ্কর! সপ্তাহের শুরুতেই অস্বস্তিকর গরমে নাজেহাল হবে রাজ্য?