কলকাতা: আপাতত চাঁদিফাটা গরমের (Hot Wave) হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর। মঙ্গলবার থেকে তাপমাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই ক'দিনে বৃষ্টির (Rain) সম্ভাবনা একেবারেই নেই।


গরমে হাঁসফাঁস করতে করতেই কাটবে এবারের পয়লা বৈশাখ (Poila Baishakh)! আবহাওয়ার পূর্বাভাস অন্তত তেমনটাই বলছে। আবহাওয়াবিদরা বলছেন, মঙ্গলবার থেকে হুহু করে বাড়বে তাপমাত্রা। কলকাতা ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা ৪০-এর গণ্ডি পেরোতে পারে। 


তবে এখনই তাপপ্রবাহের কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শুকনো গরমের জেরে বাড়বে অস্বস্তি। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনাও একেবারেই নেই। শুকনো গরমে অস্বস্তি বাড়বে। কাল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি ছাড়াও উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। ৬-৭টি জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তার ওপরে থাকবে পারদ। উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে গরমে হাঁসফাঁস করতে করতেই কাটবে এবারের পয়লা বৈশাখ।


আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহের শুরু থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলা, উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। ৬-৭টি জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তারও বেশি থাকবে তাপমাত্রা। শুধু কলকাতা নয়, পুড়ছে জেলাও। বাঁকুড়া পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম - সব জেলাতেই তীব্র তাপে নাজেহাল সাধারণ মানুষ। মাঝেমধ্যে আকাশ মেঘলা হলেও রীতিমতো তাপদাহে পুড়বে বাংলা। দক্ষিণবঙ্গে চলবে শুকনো গরমের স্পেল।


আরও পড়ুন, মোদিকে দেখে উচ্ছ্বসিত 'দ্য এলিফ্যান্টস হুইস্পারার্স' এর মাহুত দম্পতি! প্রধানমন্ত্রীকে শুঁড়ে আদর রঘুর


রবিবারও গনগনে গরমের আঁচ পেয়েছে বঙ্গবাসী। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রির কাছাকাছি। এদিন দুপুরে প্রচন্ড গরমে লেকটাউনে ট্রাফিক গার্ডের এক সিভিক ভলান্টিয়ার অসুস্থ হয়ে পড়েন। এসময় বেশি করে জল খাওয়া ও সুতির জামা পরার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।