মুরারই: বিধানসভা নির্বাচনে ২০০ আসনের লক্ষ্যমাত্রা রাখলেও, প্রাপ্ত আসন সংখ্যা দুই অঙ্কের কোটাও পেরোয়নি বিজেপি। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে তা নিয়ে এ বার তৃণমূলকেই দোষী ঠাওড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, সংখ্যালঘুদের ভুল বুঝিয়েছিল তৃণমূল (TMC)। বিজেপি এলে NRC (জাতীয় নাগরিক পঞ্জি) হবে, রাজ্যছাড়া হতে হবে বলে ভয় দেখানো হয়েছিল। তাতেই ক্ষমতায় আসতে পারেনি বিজেপি (BJP)।


আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে রবিবার বীরভূমের মুরারইয়ে জনসভা করেন শুভেন্দু। সেখানে সংখ্যালঘুদের উদ্দেশে আবেদন জানাতে শোনা যায় তাঁকে। বলেন, "এই দেশের মাটিতে জন্মেছেন যাঁরা, এই মাটিকে নিজের ভাবেন যাঁরা, এখানেই যাঁদের সব, তাঁদের সঙ্গে কোনও বিরোধ ছিল না আমাদের, আজও নেই।"


শুভেন্দুর দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সংখ্যালঘুদের ভুল বুঝিয়েছিল তৃণমূল। নইলে বিজেপি ক্ষমতায় আসতে পারত। তাঁর কথায়, "সংখ্যালঘুদের পরিষ্কার বলব, ২০২১ সালে আপনাদের ভুল বোঝানো হয়েছিল। নইলে এখানে বিজেপি আসত। সংখ্যালঘুদের বলা হয়েছিল, বিজেপি এলে NRC হবে। তাড়িয়ে দেওয়া হবে বাংলা থেকে। আপনারা বলুন, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ কত জন সংখ্যালঘুকে তাড়িয়েছেন? ২৭ বছর গুজরাতে রয়েছে বিজেপি। অসমে আমাদের সরকার রয়েছে। কত জন সংখ্যালঘুকে তাড়ানো হয়েছে?"


আরও পড়ুন: Suvendu Adhikari: বীরভূমে ‘কেষ্টবাবু’কে খুঁজলেন শুভেন্দু, বললেন, পঞ্চায়েতে ‘নো ভোট টু মমতা’


শুভেন্দু বলে চলেন, "সংখ্যালঘু বন্ধুরা, আমি সংখ্যালঘু বলছি না, সবাইকে বলছি। মাথাপিছু পাঁচ কেজি করে চাল আর গম নিয়ে আসছেন। আমার পরিবারে আট জন সদস্য রয়েছেন। মাসে ৪০ কেজি করে গম বা আটা নিয়ে বাড়ি আসেন। কে দিয়েছে এটা। এটা পিসিমণি নয়, ভারতের প্রধানমন্ত্রী দিয়েছেন। আমরা কখনও বলি না মোদিজি দিয়েছেন বা বিজেপি দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, স্টিকার লাগান।"


করোনা কালের উল্লেখ টেনে শুভেন্দু বলেন, "কোভিডের টিকা বিনা পয়সায় পেয়েছেন আপনারা। আজ আপনার-আমার মুখে মাস্ক নেই। চিনে চলে যান হাসপাতাল ভর্তি। আমেরিকা এখনও টিকাকরণ সম্পূর্ণ করতে পারেননি। আপনি বলুন, টিকা দেওয়ার সময় আমরা হিন্দু-মুসলিম দেখে বেছে করেছি আমরা? রেশন নেওয়ার সময় শুধু হিন্দুরা আনেন না আপনারা পান না কি? মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের আনিস খান দিয়েছেন। তিন তলা ছাদ থেকে ফেলে মেরে দিয়েছে পুলিশ।"