কলকাতা: ‘রাজ্যের বিস্তীর্ণ এলাকা প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে'। কুড়মি আন্দোলন নিয়ে রাজ্য সরকারকে এই সুরেই নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্যুইটে শুভেন্দু অধিকারী লিখেছেন,  'রেল ও সড়ক অবরোধ চলছে। মনে হচ্ছে রাজ্য সরকারের উপর আর আস্থা নেই। কেন আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হচ্ছে না? এটা মুখ্যমন্ত্রীর প্ররোচনার ফল’।






৪ দিন ধরে কুড়মিদের রেল-সড়ক অবরোধ, একের পর এক ট্রেন বাতিল। তীব্র গরমে জ্বলছে দক্ষিণবঙ্গ, কুড়মিদের রেল-সড়ক অবরোধে চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। খেমাশুলিতে ১০৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ ৬ নম্বর জাতীয় সড়ক। খেমাশুলি স্টেশনে ৮২ ঘণ্টা ধরে রেল অবরোধও চলছে। কুস্তাউর স্টেশনে ৮২ ঘণ্টা ধরে চলছে রেল অবরোধ । এখনও পর্যন্ত ১৭৯টি ট্রেন বাতিল, একের পর এক ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে। কুড়মিদের আন্দোলনের জেরে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কও অবরুদ্ধ । কাল থেকে কোটশিলা স্টেশন, পুরুলিয়া-রাঁচি রাজ্য সড়ক অবরোধেরও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। 


পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে কুড়মি আন্দোলনের জেরে প্রভাব পড়েছে রেল পরিষেবায়। লাগোয়া বাঁকুড়া জেলায় আসা-যাওয়ায় সমস্যায় পড়েছেন অনেকেই। কেউ কেউ স্টেশনে এসে জানতে পারছেন রেল অবরোধের কথা। ফলে সড়ক পথে বা ঘুরপথে বেশি ভাড়া গুনে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। দূর-দূরান্ত থেকে অনেকেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। রেল অবরোধের জেরে সমস্যায় পড়েছেন রোগী ও তাঁদের পরিজনেরা। কেউ কেউ কাজের সূত্রে অন্যত্র যান। রেল অবরোধের জেরে বাঁকুড়া থেকে বিষ্ণুপুর, খড়গপুর, মেদিনীপুর, পুরুলিয়া যেতে তাঁদের চূড়ান্ত সমস্যায় পড়ে হচ্ছে।


কুড়মিদের আন্দোলনে জেরে বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন চলাচলও। আজ আদ্রা ও খড়গপুর ডিভিশনে ৭২টি ট্রেন বাতিল করা হয়েছে। তালিকায় রয়েছে,



  • হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস

  • হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস

  • বাতিল পুণে-হাওড়া দুরন্ত এক্সপ্রেস

  • পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস

  • হাওড়া-আমদাবাদ এক্সপ্রেস

  • চলছে না উদয়পুর-শালিমার এক্সপ্রেস

  • পুরী-নিউ দিল্লি এক্সপ্রেস

  • মুম্বই মেল

  • গীতাঞ্জলি এক্সপ্রেস

  • নিউ দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস

  • হাওড়া-রাঁচি এক্সপ্রেস


আদ্রা-চাণ্ডিল শাখা ও খড়গপুর-টাটানগর শাখায় ৪ দিনে আড়াইশোর কাছাকাছি দূরপাল্লার ট্রেন বাতিল