iPhone 14: আইফোন ১৪- র দামে ব্যাপক ছাড়। প্রায় ১৩ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে (Flipkart) পাওয়া যাবে এই সুবিধা। নতুন আইফোন কেনার পরিকল্পনা থাকলে এখন একবার আইফোন ১৪ (iPhone 14) কেনার চেষ্টা করতেই পারেন। কারণ এখন সবচেয়ে কম দামে ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে আইফোন ১৪। গতবছর অর্থাৎ ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল আইফোন। লঞ্চের পর আইফোন ১৪- র দাম ছিল ৭৯,৯০০ টাকা। অ্যাপেল ইন্ডিয়া অনলাইন স্টোরে এই দামই ধার্য করা রয়েছে। তবে ফ্লিপকার্টে এই আইফোনটির দামে রয়েছে অনেক ছাড়। 


ফ্লিপকার্টে এখন আইফোন ১৪- র দামে সরাসরি ৯০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে ফোনের দাম হবে ৭০,৯৯৯ টাকা। এছাড়াও ক্রেতারা এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ফোন কিনলে আরও ৪০০০ টাকা ছাড় পাবেন। এর ফলে আইফোন ১৪-র দাম কমে হবে ৬৬ হাজার টাকা। এছাড়াও ক্রেতা যদি পুরনো আইফোনের পরিবর্তে নতুন আইফোন কিনতে চান তাহলে মোটা অঙ্কের এক্সচেঞ্জ অফারও পাওয়া যাবে। আইফোন ১৪ কেনার ক্ষেত্রে ৩০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে। ফোনের অবস্থার উপর অর্থাৎ ফোনটি কেমন অবস্থায় রয়েছে তার উপরে নির্ভর করবে এক্সচেঞ্জ অফারের পরিমাণ। 


আইফোন ১৪



  • এই ফোনে রয়েছে ৬.১ ইঞ্চির Super Retina XDR OLED প্যানেল। আইফোন ১৪- তে রয়েছে এ১৫ বায়োনিক চিপ। এর সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি- এই তিনটি স্টোরেজ। আইওএস ১৬ ভার্সানের সাহায্যে আইফোন ১৪ ফোন পরিচালিত হবে। 

  • কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে ৫জি, ওয়াই-ফাই, ডুয়ালসিম, ব্লুটুথ, জিপিএস সাপোর্ট রয়েছে। ক্যামেরা ফিচার হিসেবে আইফোন ১৪- তে রয়েছে ১২ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি সেনসর। এখানে রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। এছাড়াও রয়েছে ১২ মেগাপিক্সেলের আরও একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল শুটার। ভিডিও রেকর্ডিংয়ের জন্য রয়েছে ডলবি ভিশন সাপোর্ট। 


Vivo Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো এক্স৯০ সিরিজ (Vivo X90 Series)। এবছর এপ্রিল মাসের শেষে অর্থাৎ চলতি মাসের শেষে এই স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হতে পারে। এই সিরিজে থাকতে চলেছে ভিভো এক্স৯০ (Vivo X90) এবং ভিভো এক্স৯০ প্রো (Vivo X90 Pro) - এই দুই ফোন। চিনে গতবছর নভেম্বর মাসে এই দুই ফোন লঞ্চ হয়েছিল। গ্লোবাল মার্কেটেও এই দুই ফোন ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। শোনা যাচ্ছে, আগামী ২৬ এপ্রিল এই দুই ফোন ভারতে লঞ্চ হতে পারে। যদিও ভিভো কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক ভাবে ভিভো এক্স৯০ সিরিজের ভারতে লঞ্চ প্রসঙ্গে কিছু ঘোষণা করেনি। 


আরও পড়ুন- হোয়াটসঅ্যাপের স্টেটাস আপডেট শেয়ার করা যাবে ফেসবুক স্টোরিতেও! কীভাবে?