কলকাতা: ১০৮টি পুরসভার(Municipal Election 2022) ভোটের আগে শেষ রবিবারে জমজমাট প্রচারপর্ব (Muni Vote Campaign)। পুরসভা দখল করতে বিরোধীপক্ষের ভুলত্রুটি তুলে ধরে প্রচারে ঝাঁঝ বাড়িয়েছে সব পক্ষ।


হাতে আর ১টা মাত্র সপ্তাহ।  আগামী রবিবার ১০৮টি পুরসভার ভাগ্য নির্ধারণে ভোটের লাইনে দাঁড়াবেন সাধারণ মানুষ। তার আগে শেষ রবিবারে তুঙ্গে প্রচার পর্ব। দক্ষিণ দমদমের (South Dum Dum Municipality) ৩৪ নম্বর ওয়ার্ডে তিনি দীর্ঘদিনের কাউন্সিলর। কিন্তু এবার তিনি ভোটে লড়ছেন না। দলীয় প্রার্থীর সমর্থনে রবিবার প্রচারে নামেন তৃণমূল বিধায়ক সুজিত বসু (Sujit Bose)। দক্ষিণ দমদমে প্রচারে, বেশ কয়েকটি ওয়ার্ডে প্রচার করেন তিনি। তিনি বলেন, “উন্নয়নের ধারা বজায় রাখব। এবার নিতাই করবে। সারাবছর মানুষের সঙ্গে আছি।’’ এদিন দক্ষিণ দমদম পুরসভা সকালে ১২, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন তৃণমূল বিধায়ক ব্রাত্য বসু (Bratya Basu)।


বাঁকুড়ার (Bankura) সোনামুখী পুরসভায় (Sonamukhi Municipality) দলীয় প্রার্থীর সমর্থনে ঢাক-ঢোল বাজিয়ে হেঁটে প্রচার করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সোনামুখী থেকে বিষ্ণুপুর পুরসভায় (Bishnupur Municipality) ঢোকার মুখে ভগৎ সিংহ মোড়ে তাঁকে কালো সোয়েটার দেখিয়ে ‘বিজেপি হঠাও’ স্লোগান দেন কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থক।


রবিবার মুর্শিদাবাদের  বেলডাঙা ও জিয়াগঞ্জে প্রচার করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কংগ্রেস প্রার্থীদের সমর্থনে রোড শো ও সভাও করেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)। পূর্ব বর্ধমানে বর্ধমান পুরসভার (Burdwan Municipality) ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডে প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার করেন বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার।


উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম। ১৯৯৪ সাল থেকে মধ্যমগ্রাম পুরসভার (Madhyamgram Municipality) এই ২৮ নম্বর ওয়ার্ডে তাঁকে হারাতে পারেনি কেউ। এবার সেই ওয়ার্ডেই প্রার্থী হয়েছেন তাঁর ভাই অরূপ ঘোষ। তারই সমর্থনে রবিবার প্রচার করেন মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ। 


আরও পড়ুন: Municipal Election 2022: তৃণমূল প্রার্থীর বাড়িতে গিয়ে ভোট চাইলেন বিজেপি প্রার্থী, তুঙ্গে চর্চা