মুম্বই: ১৩ বছর পূর্ণ করল 'দিল্লি ৬' (13 years of Delhi 6)। জনপ্রিয় এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন ও সোনম কপূর (Abhishek Bachchan and Sonam Kapoor)। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ভিডিও পোস্ট করেন জুনিয়র বচ্চন। 


রবিবার নিজের সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে খানিক স্মৃতির সরণি ধরে হেঁটে এলেন অভিষেক বচ্চন। সিনেমার বিভিন্ন সিনের কোলাজ করে তৈরি একটি ভিডিও পোস্ট করেন তিনি। ব্যাকগ্রাউন্ডে সেই চিরপরিচিত গান 'মাসাক্কলি' (Masakali)।


ইনস্টাগ্রামে এই ভিডিও পোস্ট করে অভিনেতা লেখেন, 'মামদুর জিলিপি থেকে দাদির আদর ভালবাসা থেকে বিট্টুর বকবক এবং আলি চাচার বুদ্ধির কথা... ১৩ বছর কেটে গেছে, কিন্তু এখনও এইসব কিছু আমার মাথায় স্পষ্ট।'


 






প্রসঙ্গত, 'দিল্লি ৬' ছবিটি তৈরি করেছিলেন রাকেশ ওম প্রকাশ মেহরা। ছবিটির মূল চরিত্রে ছিলেন অভিষেক বচ্চন, যিনি একজন এনআরআইয়ের ভূমিকায় অভিনয় করেন। অসুস্থ ঠাকুমার সঙ্গে তিনি ফেরেন দেশে, নিজেদের ভিটে দিল্লিতে। সেখানে এসে মন্দির-মসজিদ লড়াইয়ের মাঝে ফেসে যান তিনি। 


ছবিতে অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ঋষি কপূর, ওয়াহিদা রহমান প্রমুখ।


আরও পড়ুন: Farhan Shibani Wedding: ফারহান-শিবানীর বিয়েতে 'সেনোরিটা' গানে হৃত্বিকের নাচ, ভাইরাল ভিডিও