মুম্বই: ডব্লিউপিএলের (WPL 2023) প্রথম ম্যাচেই ২০০ রানের গণ্ডি পার করল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) দুরন্ত ৬৫ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ২০৭ রান তুলল পল্টনরা।


খারাপ শুরু মুম্বইয়ের


এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন গুজরাত জায়ান্টসের অধিনায়ক বেথ মুনি। মুম্বই শুরুটা কিন্তু একেবারেই আহামরি করতে পারেনি। আট বলে ব্যক্তিগত মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন ইয়াস্তিকা ভাটিয়াকে সাজঘরে ফেরান তনুজা কনওয়ার। তবে তনুজা অল্প রানে সাজঘরে ফিরলেও, তাঁর ওপেনিং পার্টনার হেইলি ম্যাথিউজ (Hayley Matthews) কিন্তু ব্যাট হাতে আগুন ঝরাতে থাকেন। তাঁকে সঙ্গ দেন ন্যাট স্কিভার-ব্রান্ট। দুইজনে মিলে পাওয়ার প্লেতে গুজরাতের স্কোর ৪৪ রানে পৌঁছে দেন। 


হরমনপ্রীত ঝড়


তবে ন্যাট ও হেইলির ৫৪ রানের পার্টনারশিপ ভাঙেন জর্জিয়া ওয়ারহ্যাম। ২৩ রানে সাজঘরে ফেরেন ইংরেজ তারকা ন্যাট স্কিভার-ব্রান্ট। তাঁর পরের ওভারেই অর্ধশতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা হেইলিকে ৪৭ রানে ফেরান অ্যাশলে গার্ডনার। পরপর দুই উইকেট ফেলে ম্যাচে ফেরার আশায় ছিল গুজরাত। সেই আশায় জল ঢেলে দেন হরমনপ্রীত ও অ্যামেলিয়া কের। চতুর্থ উইকেটে দুই তারকা ৮৯ রান যোগ করেন। প্রথম ব্যাটার হিসাবে ডব্লিউপিএলে অর্ধশতরান হাঁকিয়ে ইতিহাস গড়েন হরমনপ্রীত কৌর।


৩০ বলে ৬৫ রানের চোখধাঁধানো ইনিংস খেলেন ভারত তথা মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। তবে অর্ধশতরান করেই স্নেহ রানার বলে তিনি সাজঘরে ফেরেন। অবশ্য হরমনপ্রীত সাজঘরে ফিরলেও অ্যামেলিয়া নিজের ইনিংস চালিয়ে যান। তিনি ২৪ বলে ৪৫ রানের একটি অপরাজিত ইনিংস খেলেন। পূজা বস্ত্রকরও শেষে নেমে ব্যাট চালিয়ে আট বলে ১৫ রান যোগ করেন। এর সুবাদেই ২০০ রানের গণ্ডি পার করতে সক্ষম হয় মুম্বই।


 






নিজের চার ওভারে ৪৩ রান খরচ করলেও, দুই উইকট নিয়ে স্নেহ রানাই এদিন গুজরাতের সফলতম বোলার। এছাড়া অ্যাশলে, জর্জিয়া ও তনুজা একটি করে উইকেট নেন। গুজরাত মুম্বইয়ের এই বড় রান তাড়া করে ডব্লিউপিএলের প্রথম ম্যাচ জিততে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।


আরও পড়ুন: বন্ধু ওয়ার্নের মৃত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট সচিনের