বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ ও আশাবুল হোসেন, কলকাতা: মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের মাঝেই বাংলায় ৩৫৬ ধারা (Section 356) কার্যকরের দাবিতে গতকাল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ram Nath Kovind) দ্বারস্থ  হলেন বিজেপি (BJP) প্রভাবিত আইনজীবী সংগঠন লইয়ার্স ফর জাস্টিস-এর সদস্যরা।  ভোট পরবর্তী সন্ত্রাসে স্বজনহারা পরিবারের সদস্যদের নিয়েও ইন্ডিয়া গেটে মিছিল করেন তাঁরা। বিষয়টি নিয়ে শুরু হয়েছে তরজা। 


বাংলায় ৩৫৬ ধারা জারির দাবি


মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যখন দিল্লিতে, ঠিক সেই সময়ই বাংলায় ৩৫৬ ধারা জারির (President Rule) দাবিতে রাষ্ট্রপতির দ্বারস্থ হন বিজেপি প্রভাবিত ওই আইনজীবী সংগঠনের সদস্যরা। সংগঠনের আহ্বায়ক তথা বিজেপি নেতা কবীরশঙ্কর বসু বলেন, "পশ্চিমবঙ্গের আজকে যে অবস্থা, আইনশৃঙ্খলা বলে কিছু নেই, গণতন্ত্র বলে কিছু নেই। প্রশাসনের সাপোর্ট নিয়ে যেভাবে মানুষ খুন হচ্ছেন, মেয়েরা ধর্ষিত হচ্ছেন, মায়েরা চোখের জল ফেলছেন, তাতে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক।"


এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল সাংসদ দোলা সেন। তিনি বলেন, "বিজেপি অবকি বার দোশো পার বলে নেমেছিল। সেই হার হজম করতে পারছে না।"


ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ থেকে শুরু করে বীরভূমের রামপুরহাট হত্যাকাণ্ড, নদিয়ার হাঁসখালিতে ধর্ষণকাণ্ডের মতো একের পর এক ইস্যুকে জাতীয় মঞ্চে তুলে নিয়ে গেছে বিজেপি। বাংলায় পাঠানো হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বারবার বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে ৩৫৬ ধারা কার্যকরের দাবি তুলেছে বিজেপি।


আরও পড়ুন: Arjun Singh Letter: পাটশিল্প বাঁচাতে মমতার দ্বারস্থ বিজেপি সাংসদ


একই দাবিতে শুক্রবার ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ তোলা ৩০টি পরিবারের সদস্যকে নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হয় বিজেপির আইনজীবীদের সংগঠন ল ইয়ার্স ফর জাস্টিস। এর পর বিকেলে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট থেকে ইন্ডিয়া গেট থেকে প্রতিবাদ মিছিল করে তারা। তাতে পা মেলান বাংলায় ভোট পরবর্তী হিংসায় স্বজনহারা পরিবারের সদস্যরাও।

মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের দিনই রাজধানীতে সক্রিয় বিজেপি প্রভাবিত আইনজীবীদের সংগঠন। বাংলায় ইস্যু নিয়ে তরজায় জড়াল তৃণমূল-বিজেপি। রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেন, "বাংলার ইমেজ কী বানিয়েছে তৃণমূল!"


৩৫৬ ধারা নিয়ে তৃণমূল-বিজেপি তরজা


তার পাল্টা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "মমতা বন্দোপাধ্যায়ের সফরের সময় বিজেপি যা করছে, সেটা কুরুচিকর। দিল্লিতে কর্মসূচি করছে। কেউ কোথাও গেলে যদি কর্মসূচির কালচার শুরু হয়, তাহলে এর শেষ হবে না। আসলে মমতা বন্দোপাধ্যায়ের আলোয় আলোকিত হতে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর সফরসূচি নিয়ে নিজেদের কর্মসূচি করছেন।"এই তরজার আবহেই শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও দেখা করবেন বিজেপি প্রভাবিত আইনজীবী সংগঠনের সদস্যরা।