কলকাতা: সিঙ্গল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স.. শহরের একাধিক হল 'কিশমিশ' (Kishmish) জ্বরে আক্রান্ত। আর সকাল থেকেই এক হল থেকে অন্য হলে ঘুরে বেড়িয়েছেন দেব (Dev), রুক্মিণী মৈত্র (Rukmini Maitra), পরিচালক রাহুল মুখোপাধ্যায় ও অন্যান্যরা। সন্ধেবেলা অবশ্য সবার ভোলবদল.. লাল কার্পেটে রুক্মিণীর হাত ধরে হাসিমুখে হাজির হলেন পর্দার টিনটিন, ওরফে দেব। আবহে তখন বাজছে.. তুই বলব না তুমি...


'কিশমিশ'-এর প্রিমিয়ার


আজ প্রিয়া সিনেমাহলে আয়োজন করা হয়েছিল 'কিশমিশ'-এর প্রিমিয়ারের। সেখানে হাজির ছিল টিম 'কিশমিশ'। শুধু কী তাই, প্রায় টলিউডের সব জনপ্রিয় মুখেরাই হাজির হয়েছিলেন টিনটিন আর রোহিনীর সমীকরণ পর্দায় দেখতে। আর দেব? সকাল থেকে একাধিক হলে ঘুরেছেন তিনি। সেরা প্রতিক্রিয়া কী পেলেন? এবিপি লাইভকে দেব বললেন, 'আমি চেষ্টা করছি বাংলা ছবি নিয়ে লড়াই করার। এখন লড়াইটা খুব কঠিন হয়ে গিয়েছে। হিন্দি আর দক্ষিণী ছবির সঙ্গে পাল্লা দিতে হলে ছবির বিষয়বস্তুকে আরও জোরদার করতে হবে। আজ যখন দর্শক প্রেক্ষাগৃহের বাইরে এসে ছবির বিষয়বস্তু নিয়ে আলোচনা করছেন, ভালো লাগছে। অনেকেই বলছেন, কিশমিশ আমার কেরিয়ারের সেরা ছবি।'


আরও পড়ুন: Irrfan Khan Death Anniversary: বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আবেগপ্রবণ পোস্ট ইরফান-পুত্র বাবিলের


কালো পোশাকে প্রিমিয়ারে ঝলমল করছিলেন রুক্মিণী। তিনি বললেন, 'আমরা দীর্ঘদিন ধরে এই ছবিটা নিয়ে খেটেছি। তারপরে কার্যত না খেয়ে, না ঘুমিয়ে ছবির প্রচার করেছি। সোশ্যাল মিডিয়ায়, সব জায়গায় শুধু কিশমিশ আর কিশমিশ। তবু আমরা থামিনি। আজকে থেকে সবে যাত্রা শুরু হল। আশা করছি কিশমিশ-এর সফর অনেক লম্বা হবে। আমার দাদা, বৌদি আর ছোট্ট ভাইঝিকে খুব মিস করছি। আর আমি বাবাকে কখনও মিস করি না। কারণ জানি বাবা সবসময় আমার সঙ্গে আছে। যাদুদন্ড নিয়ে সবকিছু ঠিক করে দিচ্ছে।'


প্রিমিয়ারে হাজির হয়েছিলেন ইশা সাহা, দিতিপ্রিয়া রায়, কৌশানী মুখোপাধ্যায়, তৃণা সাহা, অরিন্দম শীল থেকে শুরু হলে টলিউডের অধিকাংশ তারকারাই। প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন টিম 'কিশমিশ'-কে। বাংলা ছবি দেখতে দর্শক আবার হলমুখী হচ্ছে তাতে খুশি সবাই।