সৌভিক মজুমদার, কলকাতা: বিচারককে হুমকি-চিঠি পাঠানোর ঘটনায় নিজে থেকে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন তিনি। কিন্তু গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) বিরুদ্ধে দায়ের মামলা এবার ভিন্ রাজ্যে সরানোর আর্জি (Cattle Smuggling Case)। সরাসরি সুপ্রিম কোর্টের (Supreme Cout) প্রধান বিচারপতি এনভি রমনাকে (CJI NV Ramana) আর্জি জানানো হল। এ রাজ্যে মামলা সুষ্ঠ ভাবে চালানো সম্ভব নয় বলে অভিযোগ জানানো হল তাঁর কাছে। 


গরুপাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডল


কলকাতা এবং রাজ্যের একাধিক আইনজীবী প্রধান বিচারপতিকে এই মর্মে চিঠি লিখেছেন। তাঁদের দাবি, বাংলা থেকে অবিলম্বে অনুব্রত মামলা সরানো হোক। কারণ যে আদালতে অনুব্রতর মামলার বিচারপর্ব চলছে, সেখানকার বিচারক এবং তাঁর পরিবারকে মাদক মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছে। এখানে সুষ্ঠ ভাবে মামলা চলতে পারে না। তার জন্যই মমালা অন্য এ কোনও রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়া উচিত বলে মত আইনজীবীদের।


বৃহস্পতিবার মেডিক্যাল পরীক্ষার জন্য আসানসোল জেল হাসপাতাল থেকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনুব্রতকে। জেল সূত্রে খবর, জেল হাসপাতালে যাওয়ার পর থেকে চুপচাপই রয়েছেন অনুব্রত মণ্ডল। তবে স্বাভাবিক খাওয়াদাওয়া করেছেন। গতকাল আসানসোলের বিশেষ সিবিআই আদালত থেকে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে নিয়ে যাওয়া হয় জেলে। সেখানে আইসোলেশন ওয়ার্ডে রেখে করোনা পরীক্ষা করা হয়।


আরও পড়ুন: SSC Scam: স্কুলে নিয়োগ দুর্নীতি তদন্তে বাঁশদ্রোণীর ফ্ল্যাটে সুবীরেশকে জিজ্ঞাসাবাদ


রিপোর্ট নেগেটিভ আসার পরেও অনুব্রতর বেশ কিছু শারীরিক সমস্যা থাকায় তাঁকে জেল হাসপাতালে রাখার সিদ্ধান্ত নেন কারাগার কর্তৃপক্ষ। কিন্তু হাসপাতালেও অনুব্রত মণ্ডলকে দেখে গরু চোর স্লোগান ওঠে। এদিন আসানসোল জেলা হাসপাতালে মেডিক্যাল টেস্টের পর, অনুব্রতকে বের করার সময়, গরু চোর স্লোগান দেওয়া হয়। 


বুধবার রাতে অনুব্রত মণ্ডলকে জেল হাসপাতালে রাখা হয়েছিল। আপাতত সেখানেই থাকবেন তিনি। সূত্রের দাবি, যে ঘরে অনুব্রত মণ্ডল থাকছেন, সেখানে অন্য কোনও বন্দিকে আর রাখা হচ্ছে না। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, অনুব্রত মণ্ডলের নেবুলাইজার, অক্সিজেন কনসেনট্রেটর ও অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হয়।সেক্ষেত্রে সাধারণ বন্দিদের সঙ্গে রাখলে এই সব সরঞ্জাম ব্যবহার করতে সমস্যা হতে পারে।


অনুব্রতকে লক্ষ্য করে লাগাতার চোর স্লোগান


জেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আগামী দিনে চিকিৎসকের দল জেলে এসে অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য-পরীক্ষা করবে। এদিকে, আসানসোলের বিশেষ CBI আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠি দেওয়ার ঘটনায়, বৃহস্পতিবার ফের পূর্ব বর্ধমান এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রেট কোর্টের হেড ক্লার্ককে জিজ্ঞাসাবাদ করল পুলিশ। প্রায় ৩ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।