হাওড়া: ভোট (Panchayat Election 2023) শেষ, ফলাফল বেরিয়ে গিয়েছে। কিন্তু হিংসার যে অভিযোগ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকে শুরু হয়েছিল, তা কমলো কি? বাস্তব ছবিটা সে রকম বলছে না। এবার হাওড়ার (Howrah) আমতায় (Amta BJP Candidate House On Fire) বিজেপি প্রার্থীদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের (TMC) বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে দুই বিজেপি প্রার্থীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আজ তাঁদের সঙ্গে দেখা করতে ঘটনাস্থলে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।


কী অভিযোগ?
বিরোধী দলনেতার অভিযোগ, আমতার ঘটনায় মোট সাতটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। পঞ্চম শ্রেণির এক পড়ুয়ার শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ তাঁর। শুভেন্দুর কথায়, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নোংরা রাজনীতি, একুশের নির্বাচনের পরেও হয়েছিল। এর জন্য দায়ী পুলিশ ও বিডিও। ...পুলিশকে আগে গ্রেফতার করা উচিত।' বিরোধী দলনেতার অভিযোগ, আক্রান্তদের তরফে অভিযোগ করার চেষ্টা হলেও পুলিশ এফআইআর নিতে চায়নি। পরে তাঁর হস্তক্ষেপে এফআইআর নেওয়া হয়। শুভেন্দু দাবি, সোমবার এঁদের নিয়ে আদালতে 'রিট পিটিশন' জমা দেবেন। তাঁর দাবি, আর একটা বগটুই করতে গিয়েছিল। সঙ্গে আরও অভিযোগ, সকলের ভোট লুঠ হয়ে গিয়েছে। 'মমতা বন্দ্যোপাধ্যায়ের কোমরে দড়ি না পরানো পর্যন্ত এই লড়াই চলছে, চলবে', সাফ জানালেন বিরোধী দলনেতা। 


কী ঘটেছিল?
আমতার অমরাগড়ি গ্রাম পঞ্চায়েতে ৪৩ ও ৩৭ নম্বর বুথে বিজেপির প্রার্থী ছিলেন ঝুমা রায় ও কল্পনা রায়। মনোনয়ন পর থেকেই তাঁদের হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। গত বৃহস্পতিবার রাতে ওই দুই বিজেপি প্রার্থীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। নিমেষের মধ্যে ভস্মীভূত হয়ে যায় মাটির বাড়ি। আগুনে পুড়ে ছাই ছটি বাড়ি ও একটি দোকান। ঘটনাস্থলে পৌঁছয় জয়পুর থানার পুলিশ। আজ তাঁদের সঙ্গে দেখা করতে ঘটনাস্থলে গিয়ে মমতা-প্রশাসনকে আক্রমণ তীব্র শুভেন্দু অধিকারী। বিজেপি-র দুই প্রার্থীকে আশ্বস্ত করে তাঁদের পাশে থাকারও কথা জানান শুভেন্দু। এদিনই আবার বিচারব্যবস্থাকে আক্রমণের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারির দাবি করেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সোমবার অভিষেকের বিরুদ্ধে এফআইআরের হুমকি দিয়েছেন বিজেপি সাংসদ। অভিষেকের সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার স্পিকারকে চিঠি দেন তিনি। তাতে লেখা, 'দেশের সংবিধানকে আক্রমণ, বিচারব্যবস্থাকে অবমাননাকর আক্রমণ করা হয়েছে।' তাই 
অভিষেকের সাংসদ পদ খারিজ করে ব্যবস্থা নেওয়ার দাবি বিজেপি সাংসদের।


আরও পড়ুন:'বিরোধীশূন্য হওয়াটা শাসককে অসুবিধেই করে' পঞ্চায়েত ভোট নিয়ে মুখ খুললেন শোভন