রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: চলন্ত স্কুটিতে (Running Scooty) চিতাবাঘের (Leopard Attack) হামলায় প্রাণ হারালেন এক ব্যক্তি। ডুয়ার্সের (Doars) মেটেলি ব্লকের আইভিল চা বাগানের ঘটনা। মৃতের নাম সফিকুল ইসলাম। বয়স ৫০ বছর। 


কী ঘটেছিল?
সফিকুল আদতে মেটেলি ব্লকের বিধাননগর গ্রামপঞ্চায়েত এলাকার শালবাড়ির বাসিন্দা। মিস্ত্রির কাজ করতেন। গত কাল আইভিল চা বাগানে সেই কাজেই গিয়েছিলেন সফিকুল। রাতে স্কুটি চালিয়ে আইভিল চা বাগান থেকে ফিরছিলেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সেই সময়ই আইভিল চা বাগানের বাংলো লাইনে আচমকা চলন্ত স্কুটির উপর একটি চিতাবাঘ লাফ দেয়। হঠাৎ চিতাবাঘের আক্রমণ পড়ে যান সফিকুল। এর পর তাঁর উপরই সরাসরি চড়াও হয় চিতাবাঘটি। সফিকুলের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে তাঁকে মাল সুপার স্পেশ্যালিটি নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর প্রাথমিক চিকিৎসা হয়। তার পর  জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে রেফার করা হয়েছিল সফিকুলকে। কিন্তু জলপাইগুড়ি নিয়ে যাওয়ার পথেই মারা যান প্রৌঢ়। পরে খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে-ও বলেন, 'আইভিল চাবাগানে চলন্ত স্কুটির উপর চিতাবাঘের আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী, মৃতের পরিবারকে  ক্ষতিপুরণ দেওয়া হবে।'


লোকালয়ে চিতাবাঘ...
গত জানুয়ারিতে লোকালয়ে চিতাবাঘের হানা ঘটে কোচবিহারে! কোচবিহার শহরের কলাবাগান এলাকায় চিতাবাঘ দেখা যায়। তাড়া খেয়ে ঘরে ঢুকে যায় চিতাবাঘটি। চিতাবাঘ দেখতে রাস্তায় ভিড়ও জমেছিল। ঘটনাস্থলে বন দফতরের কর্মী ও আধিকারিকরাও পৌঁছে যান। বাড়ির বাথরুমে দীর্ঘক্ষণ ছিল চিতাবাঘটি। বনবিভাগ ও পুলিশের তরফ থেকে এলাকাটি ঘিরে ফেলা হয়। এলাকায় খাঁচা বসানোর কাজ দ্রুত শেষ করে ফেলা হয়। যে বাথরুমে চিতাবাঘটি ছিল, সেটিও জাল দিয়ে ঘিরে ফেলা হয়। এখানেই বাঘটিকে ট্রাঙ্কুলাইজ করার চেষ্টা করেন বন দফতরের কর্মীরা। কলাবাগান হাইস্কুল চত্বরে জারি হয় ১৪৪ ধারা। এই ঘটনা প্রসঙ্গে ব্যাঘ্র বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডু বলেন, চিতাবাঘ কিন্তু শখে শহরে ঢোকেনি। সে পরিস্থিতির চাপে হয়ত বাধ্য হয়েছে শহরে ঢুকতে। অনেক জায়গায় জঙ্গল কেটে ফেলা হচ্ছে। এর ফলেই শুধু চিতাবাঘ নয়, কোথাও ভাল্লুক, কোথাও হাতি লোকালয়ে ঢুকে পড়ছে।
আইভিল চা বাগানের মাঝখান দিয়ে ফেরার সময় যে ভাবে সফিকুলের উপর ফের চিতাবাঘ চড়াও হওয়ার ঘটনা ঘটল, তাতেও কি একই জিনিসের প্রতিফলন ঘটেছে? আপাতত প্রশ্নের উত্তর খুঁজছেন স্থানীয়রা, শোকার্ত, পরিবার।


আরও পড়ুন:তৃণমূল থেকে বহিষ্কৃত কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়