কলকাতা : তৃণমূল ছাত্র পরিষদের নেতা থেকে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ( Shantanu Banerjee ) রাজনৈতিক উত্থান নজরকাড়া! ED র দাবি শান্তনুর মোবাইল সোনার খনি, সেখান থেকে এমন কিছু নাম ও তথ্য উঠে আসছে, যা চমকপ্রদ। সব কথা আদালতেও বলা যায় না। তাহলে আর কী কী বিস্ফোরক অপেক্ষা করছে সামনে আসার ?
এবার শান্তনু সম্পর্কে চাঞ্চল্যকর দাবি করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) । ইডি-র হেফাজতে থাকা শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়ের ফোন নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু। বললেন , 'শান্তনুর মোবাইলে ভাইপোর সব আছে' ! '১০ বছর আগের হোয়াটসঅ্যাপ চ্যাট বের করবে ইডি' বিস্ফোরক ইঙ্গিত শুভেন্দু অধিকারীর । শুভেন্দুর দাবি, তিনি ওই সময় যেহেতু তাঁদের সঙ্গেই ছিলেন তাই সব জানেন ! ইডি চাইলে পাতাল থেকে টাকা বের করে আনবে।
শুভেন্দুর এই অভিযোগ শুনে তৃণমূল নেতা তাপস রায়ের মন্তব্য, শুভেন্দু এতসব জানলেন কী করে ?
সোমবার আদালতে দাঁড়িয়ে ED দাবি করে, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। মোবাইল ফোন দুটি গোল্ড মাইন অর্থাৎ সোনার খনি। শান্তনুর মোবাইল থেকে একাধিক চাকরি প্রাপকের অ্যাডমিট কার্ডের ছবি পাওয়া গেছে। সেখানে এমন তথ্য রয়েছে, যা ভরা আদালতে বলা যাবে না। কেস ডায়েরিতে এমন এমন নাম রয়েছে যা, দেখলে চমকে যাবেন।
তাহলে কি আরও বিস্ফোরক কিছু সামনে আসতে চলেছে ? উত্তরের অপেক্ষা সবাই।
মঙ্গলবার নন্দীগ্রাম দিবসে গোকুলনগরে বক্তৃতা দিতে গিয়ে শুভেন্দু বলেন, সিপিএমকে সাফ করেছি, এবার পিসি-ভাইপোকে একেবারে গ্যারাজ করব। আদালতের থেকে অনুমতি নিয়ে, মঙ্গলবার সকালে গোকুলনগরের অধিকারী পাড়ায় নন্দীগ্রাম দিবস পালন করে বিজেপি। স সেখানে শুভেন্দু বলেন, ' সাফ করব, আমি এই শহিদবেদীকে সামনে রেখে বলে গেলাম। আগামী বছর দেখা হবে, তখন ভাইপো বাইরে থাকবে না, ভিতরে থাকবে। '
ইডি-র দাবি, বাজেয়াপ্ত করা শান্তনুর ২টি মোবাইল ফোন স্ক্যান করে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। একাধিক ব্যক্তির সঙ্গে নিয়োগ সংক্রান্ত বিষয়ে চ্যাট করেছেন যুব তৃণমূল নেতা। শান্তনুর মোবাইল ফোনের গ্যালারিতেও মিলেছে নিয়োগ সংক্রান্ত তথ্য এবং সম্পত্তির হদিশ, এমনই দাবি ইডি-র।
আরও পড়ুন :
স্কুলের অশিক্ষক কর্মীর দাপটে তটস্থ টিচার ইনচার্জ, ঠিক করে দিতেন প্রধান কী করবেন