মনোজ  বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর :  দুর্গাপুরে নির্মাণ কাজ করতে গিয়ে, বাজ পড়ে মৃত্যু হল মুর্শিদাবাদের বাসিন্দা ২ তরুণের। গতকাল মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের নবওয়ারিয়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এলাকার একটি বাড়িতে নির্মাণ কাজ চলছিল।


রাতে অস্থায়ী ছাউনিতে বিশ্রাম নিচ্ছিলেন ১৮ ও ২২ বছরের দুই নির্মাণ শ্রমিক।  জানা গিয়েছে তাঁদের পরিচয় শেখ সামিন , শেখ রহিম। সেইসময় বাজ পড়ে দু’ জনেই গুরুতর জখম হন। আজ ভোরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। সকালে ঘটনাস্থলে যান দুর্গাপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মানস রায়। মৃতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দেন তিনি। 


 নবওয়ারিয়া এলাকার বেশ কয়েকটি ঘরে টিভি ফ্রিজ নষ্ট হয়েছে বাজ পড়ে। বুধবার সকালে নব ওয়ারিয়া এলাকায় দুর্ঘটনাস্থলে আসেন স্থানীয় ৩২নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মানস রায়, সরকারি ভাবে আর্থিক সাহায্যের পাশাপাশি আরো যা কিছু সরকারী সুযোগ সুবিধে আছে সেগুলি দেওয়ার চেষ্টা করা হবে বলে জানান  তিনি। 


হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু

পুরসভার গেটের কাছে ত্রিফলা বাতিস্তম্ভে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু হয়। এরপর তৎপর হাওড়া পুরসভা। আজ CESC-র সঙ্গে পুরসভার বৈঠক। পুরসভা সূত্রে খবর, গতবছর বর্ষার সময় দুর্ঘটনা এড়াতে বেশ কিছু বাতিস্তম্ভে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এবারও একই পথে হাঁটতে চলেছে হাওড়া পুরসভা। এলাকাভিত্তিক পর্যবেক্ষণ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। 


গতকাল রাত পৌনে ১০টা নাগাদ হাওড়া পুরসভার গেটের কাছে ত্রিফলা বাতিস্তম্ভে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ৩২ বছরের মনীষা সাউয়ের। CESC সূত্রে খবর, বৃষ্টির সময় বাতিস্তম্ভে হাত লেগেই ওই মহিলার মৃত্যু হয়। হাওড়া ময়দানের কাছে রেল আবাসনের বাসিন্দা মনীষা জেলাশাসকের বাংলোতে পরিচারিকার কাজ করতেন। গতকাল কাজ থেকে ফেরার সময় দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, মনীষার বিয়ে নিয়ে পাকা কথা বলতে দেশে গিয়েছেন মা ও ভাই। সেইসময় ঘটে গেল মর্মান্তিক ঘটনা। এদিন মৃতের বাড়িতে যান হাওড়া পুরসভার চেয়ারম্যান সুজয় চক্রবর্তী।


আরও খবর : 


 টানা বর্ষণে বাঁকে বাঁকে বিপদ, সিকিমের রংপো-সিংটাম রোডে বড় ধস