নয়া দিল্লি: বর্তমানে গোটা দেশেই (India) জনপ্রিয় খাবারের তালিকায় রয়েছে তিব্বত (Tibet)-নেপালের (Nepal) এই প্রিয় প্রিপারেশন- মোমো (Momo)। এখন স্ট্রিট ফুডের (Street Food) তালিকায় মোমোর স্থান সকলের ওপরে। সেদ্ধ হোক, ভাজা হোক কিংবা তন্দুরি, ভেজ-নন ভেজ- মোমোর জনপ্রিয়তার ধারে কাছে কেউ নেই। কিন্তু এই মোমো নিয়েই এবার যত কান্ড। মোমো খেতে গিয়ে তা গলায় আটকে মৃত্যু হল এক ব্যক্তির। আর এরপরই এই পদটি নিয়ে কড়া নির্দেশিকা জারি করল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকাল সায়েন্স (AIIMS)।

  


জানা গিয়েছে, ৫০ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয়েছে মোমো খেতে গিয়ে। খাওয়ার সময় গলায় আটকে গিয়ে শ্বাসরোধ অবস্থায় মৃত্যু হয় ওই ব্যক্তির। এরপরই দিল্লির এইমসের তরফে নির্দেশিকা জারি করে বলা হয় যে, 'মোমো খাওয়ার সময় খুব সাবধানে তা গিলতে হবে।"   


আরও পড়ুন, দিদির শেষকৃত্যের সময়ে ওই চিতার আগুনেই ঝাঁপ দিলেন ভাই! চরম সিদ্ধান্তে শোকস্তব্ধ পরিবার


পুলিশের তরফে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে ওই ব্যক্তি মোমো খাওয়ার সময় মদ্যপ অবস্থায় ছিলেন। সেই সময়ই রাস্তার ধারের একটি স্টল থেকে মোমো খেতে যান। সেই সময়ই আচমকাই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে, ওই ব্যক্তির শ্বাসনালীতে মোমোটি আটকে যায়। মৃত্যুর কারণ হিসেবে নিউরোজেনিক কার্ডিয়াক অ্যারেস্ট বলা হয়েছে। অর্থাৎ ল্যারেঞ্জিয়াল ইংগ্লেট-এ মোমোর টুকরো পাওয়া গিয়েছে। এই ঘটনাটিকে একটি বিরল ঘটনা বলছেন ফরেন্সিক চিকিৎসকরা, Journal of Forensic Imaging -এর সর্বশেষ এডিশনেও এই ঘটনা জায়গা করে নিয়েছে।                                                                


সম্প্রতি মোমো নিয়ে আরেকটি আজব ঘটনা ঘটতে দেখা যায়। তিব্বতি-নেপালী এই খাবার নিয়ে মুম্বাইতে দুটি গ্রুপের মধ্যে একটি লড়াই লেগে যায়। সেই ঝগড়ার খবর ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। রাত ১১টার দিকে সেই ঝগড়া লাগে বলে স্থানীয় সূত্রে খবর। এক প্লেট মোমো নিয়ে যেভাবে দুই গ্রুপ লাঠালাঠি এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ে তা ভাইরাল হয়। এই ঘটনার পুলিশও চলে আসে ওই এলাকায়। চার অভিযুক্তকে আটকও করা হয় বলে জানা গিয়েছে।