কলকাতা: যুবভারতীকাণ্ডে ধৃত শতদ্রুর ২২ কোটি টাকা ফ্রিজ করল SIT. সূত্র মারফৎ খবর, শতদ্রুর রিষড়ার বাড়িতে তল্লাশি থেকে প্রচুর নথি বাজেয়াপ্ত করা হয়েছে । 'ভারত সফরের জন্য মেসিকে ৮৯ কোটি টাকা দেওয়া হয়েছিল। মেসির সফরের জন্য কর বাবদ কেন্দ্রকে দেওয়া হয়েছিল ১১ কোটি। ১০০ কোটির মধ্য়ে ৩০% টাকা আসে স্পনসরদের থেকে। বাকি ৩০% টাকা এসেছে টিকিট বিক্রি করে', জেরায় এমনই জানিয়েছে জেল বন্দি মেসি-সফরের আয়োজক।
আরও পড়ুন, SIR নিয়ে আশঙ্কায় মতুয়ারা, নাগরিকত্ব নিয়ে 'নীরব' প্রধানমন্ত্রী
যুবভারতীকাণ্ডে শতদ্রু দত্তকে টানা জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে সিটের তদন্তকারীরা এমনটাই খবর সূত্রের। জেরায় শতদ্রু জানিয়েছেনপিঠে হাত দেওয়া বা জড়িয়ে ধরা একেবারেই পছন্দ হয়নি মেসির। বিদেশ থেকে নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের বিষয়টি জানান মেসি। সেই ব্যক্তি শতদ্রু দত্তকে মাঠের মধ্যেই বিষয়টি জানান। কিন্তু বারবার ঘোষণা করেও কোনও লাভ হয়নি, সূত্রের খবর জেরায় এমনটাই দাবি করেছে শতদ্রু দত্ত।
এক সপ্তাহ পেরিয়ে গেছে। কিন্তু, লিওনেল মেসির কলকাতা সফরে বিশৃঙ্খলা নিয়ে একাধিক প্রশ্নের উত্তর এখনও অধরা! এত বড় ইভেন্টে কেন এই অব্যবস্থা? বিশৃঙ্খলার জন্য় আসলে দায়ী কারা? মেসি-কে ঘিরে লাগামছাড়া ভিড় হল কেন? এই আবহেই সামনে এসেছে বিস্ফোরক তথ্য! সূত্রের খবর, সিটের জেরায়, এই অনুষ্ঠানের মূল উদ্য়োক্তা, ধৃত শতদ্রু দত্ত দাবি করেছেন, মেসি-র অনুষ্ঠানে প্রথমে ১৫০ জনের গ্রাউন্ড অ্য়াকসেস কার্ড করা দেওয়া হয়। কিন্তু, পরে প্রভাবশালীদের চাপে এই সংখ্যাটা তিনগুণ বাড়াতে হয়েছিল।
গত শনিবার মন্ত্রী অরূপ বিশ্বাস যেভাবে লিওনেস মেসির গায়ে গায়ে ঘুরছিলেন, তাঁকে জাপ্টে ধরেছিলেন, তা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। এক মেসি ভক্ত বলেছেন, রাজনীতিবিদরা সেলফি তুলছেন ওখানে। মেসিকে আনার মানে কী হয়? এটা তো নির্লজ্জতা।সূত্রের খবর, সিটের জেরায়, এই অনুষ্ঠানের মূল উদ্য়োক্তা, ধৃত শতদ্রু দত্ত জানিয়েছেন, পিঠে হাত দেওয়া, জড়িয়ে ধরা একেবারেই পছন্দ করেননি মেসি।বিদেশ থেকে নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিককে বিষয়টি জানান মেসি।মেসির নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক বিষয়টি শতদ্রু দত্তকে জানান।
সূত্রের খবর, জেরায় শতদ্রু দত্ত দাবি করেছেন, এরপর বারবার ঘোষণা করেও লাভ হয়নি।যুবভারতীর বিশৃঙ্খলার দায় কার? কাদের জন্য় কলকাতার ভাগ্য়ে জুটল এই লজ্জা? তা নিয়ে রাজনৈতিক তরজাও চলছে সমান তালে। বিরোধীদের অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। সূত্রের খবর, জেরার মুখে ধৃত শতদ্রু দত্ত আরও দাবি করেছেন, ভারত সফরের জন্য লিওনেল মেসিকে ৮৯ কোটি টাকা দেওয়া হয়। ভারত সরকারকে কর বাবদ দেওয়া হয়েছিল ১১ কোটি টাকা।এই ১০০ কোটি টাকার মধ্য়ে ৩০ শতাংশ টাকা সংগ্রহ হয় স্পনসরদের থেকে। ৩০ শতাংশ টাকা এসেছে টিকিট বিক্রি করে।কিন্তু, কলকাতায় মেসিকে দেখার জন্য় যে দর্শকরা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও বঞ্চিত হলেন, তার জন্য় দায়ী কারা? কোন প্রভাবশালীদের জন্য় হতাশা নিয়ে ফিরতে হয়েছিল দর্শকদের? সবার বিরুদ্ধে কি কড়া ব্য়বস্থা নেওয়া হবে? সেটাই দেখার।