মুম্বই: তিনি ভারতের টেস্ট ও ওয়ান ডে দলের অধিনায়ক। টি-২০ দলের নেতৃত্বভারও তাঁর হাতেই তুলে দেওয়ার কথা প্রাথমিকভাবে ভেবে রেখেছেন নির্বাচকেরা। এশিয়া কাপ থেকে ভারতের টি-২০ দলে ফেরানো হয়েছিল শুভমন গিলকে (Shubman Gill)। তাঁকে সুযোগ করে দিতে যশস্বী জয়সওয়ালকে ছেঁটে ফেলা হয়। সঞ্জু স্যামসনের ব্যাটিং অর্ডার বদলে দেওয়া হয়। টি-২০ দলের সহ অধিনায়কও করা হয় শুভমনকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুক্রবার সমাপ্ত টি-২০ সিরিজেও সহ অধিনায়ক ছিলেন শুভমন।
সেই শুভমনকে ভারতের টি-২০ বিশ্বকাপের দল থেকে ছেঁটেই ফেলা হল। টি-২০ বিশ্বকাপ ও নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল বেছে নেওয়া হল। ১৫ সদস্যের দলে সুযোগ পেলেন না শুভমন। তাঁকে বাদ দিয়ে সহ অধিনায়ক করা হল অক্ষর পটেলকে। শুভমনের পরিবর্তে বাড়তি ব্যাটার হিসাবে নেওয়া হল রিঙ্কু সিংহকে। সেই সঙ্গে দ্বিতীয় উইকেটকিপার হিসাবে জিতেশ শর্মাকে ছেঁটে ফেলে নেওয়া হল ঈশান কিষাণকে। যিনি সদ্যসমাপ্ত সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে দুরন্ত ছন্দে ছিলেন। ফাইনালে হরিয়ানার বিরুদ্ধে বিধ্বংসী সেঞ্চুরি করে ঝাড়খণ্ডকে প্রথমবারের জন্য সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করেছিলেন।
কেন বাদ শুভমন? নির্বাচনী বৈঠকের পর প্রধান নির্বাচক অজিত আগরকর বললেন, 'শুভমন দুর্দান্ত ক্রিকেটার। হয়তো সম্প্রতি রান পাচ্ছে না। কিন্তু ফর্মের জন্য নয়, ওকে নেওয়া হয়নি কম্বিনেশনের জন্য।' একই সুর শোনা গেল অধিনায়ক সূর্যকুমার যাদবের গলায়। বললেন, 'শুভমনের ফর্ম নিয়ে প্রশ্নই নেই। মান নিয়েও প্রশ্ন নেই। ওকে কম্বিনেশনের জন্যই বাদ দেওয়া হয়েছে। আমরা চেয়েছিলাম একজন উইকেটকিপার ইনিংস ওপেন করবে সেটা নিশ্চিত করতে।'
ঘুরিয়ে বলে দেওয়া হল, অভিষেক শর্মার সঙ্গে ইনিংস ওপেন করবেন সঞ্জু স্যামসন বা ঈশান কিষাণ। সুনীল গাওস্কর থেকে শুরু করে হরভজন সিংহ, সাবা করিম, সকলেই একমত যে, সাহসী সিদ্ধান্ত। দল ঘোষণা সরাসরি দেখানো হল যে চ্যানেলে, সেখানে গাওস্কর বললেন, 'আশা করি শুভমন ভালভাবে নেবে এই সিদ্ধান্ত। আমি ওকে বলেছি, বাড়ির বড় কাউকে বোলো নজর যাতে না লাগে সেই ব্যবস্থা করা। অজিত আগরকর নিশ্চয়ই ওর সঙ্গে কথা বলবে।' সাবা বললেন, 'দারুণ সাহসী সিদ্ধান্ত।' হরভজন বললেন, 'আমি নির্বাচকদের দশে দশ দেব।'
টি-২০ বিশ্বকাপ ও নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, ঈশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিংহ, যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর পটেল (সহ অধিনায়ক)।