ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : মেসিকাণ্ডে এবার স্ক্যানারে অনলাইনে টিকিট বিক্রি করা সংস্থার কর্তা। টিকিট বিক্রি করা সংস্থা জোম্যােটো-র ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্টকে জিজ্ঞাসাবাদ SIT-র। গতকাল কলকাতায় আসেন জোম্যােটো-র ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট আকুল নারুলা। 'টিকিটের জন্য শতদ্রু দত্তর সঙ্গে কী চুক্তি হয়েছিল? যুবভারতীকাণ্ডে কত বিনামূল্যের পাস ছাপানো হয়েছিল? টিকিটের মূল্য কত ছিল? টিকিটের ট্য়ারিফ কী ছিল? কোনও প্রভাবশালী টিকিট নেওয়ার ক্ষেত্রে চাপ দিয়েছিলেন?', উত্তর জানতে আকুল নারুলাকে জিজ্ঞাসাবাদ SIT-এর তদন্তকারীদের। নারুলার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শতদ্রু দত্তকে টানা জেরা। শতদ্রুর ৩টি মোবাইল ফোন বাজেয়াপ্ত SIT-র। 

Continues below advertisement

যুবভারতীকাণ্ডে এবার টিকিট বিক্রয়কারী সংস্থা জ্য়োমেটো-র ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট আকুল নারুলাকে জিজ্ঞাসাবাদ করল রাজ্য সরকারের গঠন করা SIT. গতকাল দিল্লি থেকে কলকাতা আসেন আকুল নারুলা। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। টিকিটের জন্য শতদ্রু দত্তর সঙ্গে কী চুক্তি হয়েছিল? টিকিটের ট্য়ারিফ কী ছিল? কত টিকিট ছাপানোর চুক্তি হয়েছিল? কোনও প্রভাবশালী টিকিট নেওয়ার ক্ষেত্রে চাপ দিয়েছিলেন? এসব জানতেই SIT-এর তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করে তাঁকে। আকুল নারুলার থেকে পাওয়া তথ্য নিয়ে মঙ্গলবার শতদ্রু দত্তকে টানা জেরা করে। শতদ্রুর ৩ টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে SIT. 

গত শনিবার, ১৩ ডিসেম্বর যুবভারতীতে এসেছিলেন লিওনেল মেসি। তাঁর G.O.A.T India Tour শুরু হয়েছিল কলকাতা দিয়েই। ফুটবলপ্রেমী বাঙালির শহর সেই কলকাতাতেই মেসির অনুষ্ঠান ঘিরে যুবভারতীতে দেখা গিয়েছিল চরম বিশৃঙ্খলা। বহুমূল্যের টিকিট কেটে এসেও মেসির এক ঝলক দর্শনও পাননি তাঁর ভক্তরা। 'ফুটবলের ঈশ্বর' বলা হয় লিওনেল মেসিকে। তাঁকে দেখতে এসে একবারের জন্যেও দর্শন না পেয়ে কার্যত মারমুখী হয়ে ওঠে দর্শকরা। গ্যালারিতে থেকে মাঠের দিকে উড়ে আসে একের পর এক জলের বোতল। যেন বোতল বৃষ্টি হচ্ছিল। গ্যালারিতে ভাঙা হয়েছে চেয়ার। মাঠের পাশে খেলোয়ারদের জন্য ডাগআউট, খেলোয়ারদের ঢোকার জায়গা, স্টেডিয়ামের বাথরুম, মাঠে থাকা সামিয়ানা, সোফা... জনরোষের হাত থেকে বাদ যায়নি কিছুই। ধ্বংসস্তূপে পরিণত হয় যুবভারতী স্টেডিয়াম। লিওনেল মেসির অনুষ্ঠানের দিন ফুটবল তারকার পাশে 'মুষ্টিমেয়' কিছু মানুষের ভিড় থাকার দৌলতে, তাঁকে একটিবারের জন্যে দেখতেই পাননি রাত থেকে ভিড় করে অপেক্ষায় থাকা অনুরাগীরা। আধ ঘণ্টারও কম সময়ের মধ্যে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে একপ্রকার বাধ্য হন লিওনেল মেসি। 

Continues below advertisement