কলকাতা: যুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় সরব এবার বিজেপি নেতা অমিত মালব্য। মেসিকে ঘিরে কারা? ছবি দিয়ে তালিকা পোস্ট করেছেন  তিনি। 'মেসির অনুষ্ঠানকে বন্দ্যোপাধ্যায় ও বিশ্বাসদের ব্যক্তিগত অনুষ্ঠানে পরিণত করা হয়েছিল। তালিকায় আকাশ বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোশাল মিডিয়া হ্যান্ডলার অদিতি গায়েনও রয়েছেন। অরূপ বিশ্বাস ছিলেন, সঙ্গে ছিলেন স্বরূপ বিশ্বাসের মেয়েরাও', উদ্যোক্তাকে বলির পাঁঠা করা হল, পোস্ট বিজেপি নেতা অমিত মালব্যর। 

Continues below advertisement

আরও পড়ুন, 'ইনি কি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর স্ত্রী অম্রুতা?' মেসির অনুষ্ঠান ঘিরে BJP-র আক্রমণের পাল্টা পোস্ট কুণালের

Continues below advertisement

স্বপ্ন ছিল, একবার চোখের সামনে ফুটবলের রাজপুত্রকে দেখার। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিল সেই সুযোগ। কিন্তু তারপর সেখানে যা যা হল, তাতে অনেকেই বলছেন, স্বপ্ন বিক্রি হয়ে গেছে!  এক মেসি ভক্তের কথায়,রাজনীতিবিদরা সেলফি তুলছেন ওখানে। মেসিকে আনার মানে কী হয়? এটা তো নির্লজ্জতা। যদি আমাদের জায়ান্ট স্ক্রিনেই মেসিকে দেখতে হয়, ১০ হাজার টাকা দিয়ে... ১৫ মিনিট, মেসিকে ঘিরে রাখছে মন্ত্রী,তাহলে লাভটা কী হল?  এই ভাবে যখন হাজার হাজার মেসি ভক্তের মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে, তখন সেখানে কার্যত ঘি ঢাললেন শুভেন্দু অধিকারী।

রবিবার সাংবাদিক বৈঠক করে একের পর এক ছবি দেখালেন বিরোধী দলনেতা। যেখানে দেখা যাচ্ছে, শনিবার যুবভারতীর মাঠে মেসির সঙ্গে ছবি তুলেছেন একাধিক হেভিওয়েটদের পরিবারের সদস্যরা। মন্ত্রী-কন্যা থেকে শুরু করে তৃণমূল মুখপাত্র, কে নেই সেখানে! শতদ্র দত্তর বিরুদ্ধে FIR নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারীও। তিনি বলেন,'FIR-এ একমাত্র অভিযুক্ত বলা হয়েছে শতদ্রু দত্তকে। FIR-এ একমাত্র অভিযুক্ত বলা হয়েছে শতদ্রু দত্তকে। সামনে ভোট, এখন শতদ্রু দত্তকে ধরা হয়েছে। ১৫ বছরে এই প্রথম মুখ্যমন্ত্রীকে গাড়ি ঘুরিয়ে পালাতে হয়েছে। গাড়ি ঘোরানোর ছবিও আমার কাছে আছে। তৃণমূল ঘনিষ্ঠ স্পনসররা টাকা দিয়েছে।'

শুভেন্দুর সংযোজন, এটা লক্ষে লক্ষে সীমাবদ্ধ নেই, কোটি কোটি মানুষের কাছে আন্তর্জাতিক স্তরে পৌঁছে গিয়েছে। এতে শুধু পশ্চিমবঙ্গ, কলকাতা বা আমাদের খেলার মাঠ নয়, ভারতবাসী হিসেবে, কালকের ঘটনা, ঘটানো ঘটনা, আমাদের প্রত্যেককে অপমানিত করেছে, লজ্জিত করেছে। আমরা সংবাদবার্তার যে পর্যায়ক্রমে, প্রথমে কালকের ঘটনায় তৃণমূল কংগ্রেস বা প্রভাবশালীদের যে যোগ, সরাসরি মুখ্যমন্ত্রীর পরিবার থেকে ক্রীড়া মন্ত্রীর পরিবার থেকে, দমকল মন্ত্রীর পরিবার থেকে, তাঁদের যে যোগ, সেটা আপনাদের এক ঝলক দেখাব। বলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখান তিনি।