কলকাতা: মেসির অনুষ্ঠানে যুবভারতীতে তাণ্ডব, আরও গ্রেফতার ৩। যুবভারতীতে তাণ্ডবের ঘটনায় গ্রেফতার বেড়ে ৫। ধৃত বাসুদেব দাস, সঞ্জয় দাস, অভিজিৎ দাস। সকালেই গ্রেফতার হন শুভ্রপ্রতিম দে, অপরজন গৌরব বসু। ভাঙচুরের ফুটেজ দেখে গ্রেফতার করে বিধাননগর থানার পুলিশ। 

Continues below advertisement

আরও পড়ুন, 'না জানিয়ে, রাতের অন্ধকারে ঢোকানো হয়েছিল জল, খাবার' ! যুবভারতী বিতর্কে দাবি পুলিশের

Continues below advertisement

বর্তমান প্রজন্মের কাছে তিনি GOAT, 'গ্রেটেস্ট অফ অল টাইম'। লিওনেল মেসি! বিশ্ব ফুটবলের বর্তমান রাজপুত্র! সেই তাঁকে একবার নিজের চোখে দেখার আবেগকে সঙ্গে নিয়েই শনিবার যুবভারতীতে চড়া দামে টিকিট কেটে এসেছিলেন প্রায় ৬০ হাজার দর্শক! কিন্তু লিজেন্ট লিও-কে কাছ থেকে দেখার বদলে জোটে এই ছবি! মেসিকে ঘিরে কয়েকশো মানুষের ভিড়! যার মধ্যে রাজ্যের মন্ত্রী থেকে রাজনৈতিক নেতা, তাঁদের পরিবার, পুলিশের কর্তা---- কে নেই! 

চূড়ান্ত এই অব্যবস্থার জেরে, যুবভারতীতে ঢোকার ১৫ মিনিটের মধ্যেই স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যান লিও মেসি! সিংহভাগ দর্শকের তাঁকে এক পলক দেখার আগেই শেষ হয়ে যায় GOAT শো!কিন্তু কেন এরকমটা ঘটল? কেন ২ ঘণ্টার অনুষ্ঠান শেষ হয়ে গেল মাত্র ১৫ মিনিটে? কেন তড়িঘড়ি যুবভারতী ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন বিশ্বফুটবলের বর্তমান রাজপুত্র? প্রত্যক্ষদর্শীদের দাবি, শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ, মেসি, লুই সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পলকে নিয়ে স্টেডিয়ামে অডি গাড়ি পৌঁছতেই নেতা-মন্ত্রী-VIP-দের ভিড় লেগে যায়! সেখানে পর্যাপ্ত পরিমাণ পুলিশ থাকলেও, পরিস্থিতি সামাল দেওয়া যায়নি! 

উল্টে সূত্রের খবর, লিও মেসি গাড়ি থেকে নামার পরই, তাঁর কাছে যাওয়ার চেষ্টা করতে থাকেন সকলে। সেইসময় মেসির সঙ্গে থাকা বাকি দুই ফুটবলারের গায়ে ধাক্কা লাগে। সূত্রের খবর, যা টিম মেসি ভালভাবে নেয়নি! এরপর বাকি দুই ফুটবলারকে নিয়ে মেসি যখন VIP গ্যালারির দিকে এগোচ্ছেন, তখন সূত্রের খবর, পিছন থেকে VIP পাস থাকা এক মহিলা দৌঁড়ে আসেন। মেসির সঙ্গে তাঁর ধাক্কা লাগে! সেইসময় মেসির ম্যানেজার চিৎকার করে ওঠেন। মেসি যতক্ষণ মাঠে ছিলেন, ততক্ষণ তাঁকে ঘিরে ছিলেন কয়েকশো মানুষ! সেইসময় মাঠে থাকা এক প্রত্যক্ষদর্শীর দাবি, মেসি যখন গ্যালারিতে থাকা হাজার হাজার দর্শকদের দিকে হাত নাড়িয়ে অভিবাদন গ্রহণ করছেন, সেইসময় এক VIP কার্ড হোল্ডার মেসির সঙ্গে হ্যান্ডশেক করার জন্য তাঁর হাত ধরে টানেন! 

সূত্রের দাবি, তখনও যথেষ্ট বিরক্ত হন লিও।চূড়ান্ত অব্যবস্থা, মেসি ও অন্যান্য ফুটবলারকে ঘিরে টানাটানি এরপরেই থামেনি!আরেক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এই পরিস্থিতিতে VIP পাস থাকা কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গী বা উদ্যোক্তাদের কেউ একটি T-শার্টে মেসির সই নেওয়ার জন্য এগিয়ে যান। আর অটোগ্রাফ করার জন্য পেন দেওয়ার সময় হুড়োহুড়িতে আঁচড়ে যায় মেসির হাত!অভিযোগ, এই ঘটনার সঙ্গে সঙ্গে মেসির নিরাপত্তারক্ষীরা তাঁকে অ্যালার্ট করে দেন যে নিরাপত্তার সঙ্গে আপস হয়ে যাচ্ছে। এরপর খোদ মেসি উদ্যোক্তাকে জানিয়ে দেন, তিনি যুবভারতী ছাড়তে চান। তারপরই টিম নিয়ে স্টেডিয়াম ছাড়েন মেসি।