কলকাতা: যুবভারতীতে মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা-অব্য়বস্থায় বিশ্বের সামনে মাথা হেঁট হয়েছে রাজ্যের!দেড় ঘণ্টার অনুষ্ঠান শেষ হয়ে গেছে মাত্র ২০ মিনিটে!কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে টিকিট কেটেও প্রিয় তারকাকে দেখতে না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ভক্তরা! চলেছে ভাঙচুর, জ্বলেছে আগুন!কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঐতিহ্যের যুবভারতী ক্রীড়াঙ্গন! এই অব্যবস্থার জন্য তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলছে বিরোধীরা। যুবভারতীকাণ্ডে এবার মুখ খুললেন বিধায়ক মদন মিত্র।

Continues below advertisement

আরও পড়ুন, যুবভারতীকাণ্ডে এবার শতদ্রু দত্তের সংস্থার মোট ৬ সহযোগীকে তলব

Continues below advertisement

মদন মিত্র বলেছেন, 'মেসির অনুষ্ঠানে প্যাকেজ ছিল ১৩০ কোটি টাকা। কেউ ইচ্ছে করে খারাপ কাজ করে এটা বিশ্বাস করি না', কোথাও ঘা হলে ওষুধ দিয়ে সারাতে হয়, খোঁচাতে নেই, মন্তব্য মদন মিত্রের।অপরদিকে, এই প্রেক্ষাপটে মেসি-দর্শন ঘিরে অসন্তোষ প্রকাশ করেন তৃণমূলেরই বিধায়ক। শনিবার যুবভারতীর অনুষ্ঠানে গিয়েছিলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। শুরু থেকেই ফেসবুকে একের পর এক ছবি পোস্ট করতে থাকেন তিনি।

সকাল ১০.২২-এ প্রথম এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন, মেসির আগমন অপেক্ষায়। এরপর বেলা ১২.২২-এ দ্বিতীয় পোস্টে লেখেন, মেসি আসছেন। এর কিছুক্ষণের মধ্যেই স্টেডিয়ামে তুমুল বিশৃঙ্খলা তৈরি হয়। অভিযোগ, ফুটবল তারকাকে সারাক্ষণ ঘিরে রেখেছিলেন নেতা মন্ত্রী থেকে সেলেব্রিটিরা। গ্যালারি থেকে বাকেট চেয়ার, পরপর জলের বোতল ছুড়ে দেয় ক্ষুদ্ধ দর্শকরা। মাঠেও ঢুকে পড়ে জনস্রোত । ফেসবুকে সেই ছবি ও ভিডিও পোস্ট করে তৃণমূল বিধায়ক লেখেন, অনেক চেষ্টা করেও মেসিকে দেখতে পেলাম না।  বলাগড়ের তৃণমূল বিধায়ক  মনোরঞ্জন ব্যাপারী বলেন, সবসময় গা ঘেঁষে থাকার কী আছে। একবার দেখলেই তো হয়। সেঁটে রয়েছে। আমিও এত টাকা দিয়ে গেলাম গাড়ি ভাড়া করে। দেখতে পেলাম না। এই সময় বাংলার বদনাম হলে বিরোধীরা ভাঙাবে। কেন তাদের হাতে অস্ত্র তুলে দেব? প্রশ্ন তুলেছেন তিনি।স্বাভাবিক ভাবেই তৃণমূল বিধায়কের এই মন্তব্যকে তুরুপের তাস করেছে বিরোধীরা। এর আগে কখনও দলের অন্দরে দুর্নীতি ইস্যুতে, কখনও পঞ্চায়েত ভোটের টিকিট বিক্রির অভিযোগে, আবার কখনও দলের নেতার হাতেই খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে সরব হয়েছেন মনোরঞ্জন ব্য়াপারী। আরজিকর কাণ্ডের পর রাজ্যে খুন-ধর্ষণ নিয়েও সোশাল মিডিয়ায় সরব হন তৃণমূল বিধায়ক। এবার যুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় মুখ খুলে দলের অস্বস্তি বাড়ালেন মনোরঞ্জন ব্যাপারী।