অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : লিভার প্রতিস্থাপনে ফের সাফল্য এসএসকেএম-এর। এবার শুধু এসএসকেএম-এর চিকিত্সকরাই করেছেন অস্ত্রোপচার। বৃহস্পতিবার রোগীকে ছাড়া হল হাসপাতাল থেকে। রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতালে এদিন এই সাফল্য উদযাপন উপলক্ষে হাজির ছিলেন বিশেষজ্ঞ চিকিত্সকরা।
এসএসকেএম সূত্রে খবর , ২০০৯ সালে প্রথমবার এসএসকেএমে লিভার প্রতিস্থাপন হয় রোশন আলি নামে এক ব্যক্তির। তারপর থেকে গত ১২ বছরে ২৭ জনের লিভার প্রতিস্থাপন হয়েছে এই হাসপাতালে।
কিন্তু আগের ২৬ বার ভিন রাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিত্সক সুভাষ গুপ্তর চিকিত্সকদের টিম এসে অস্ত্রোপচার করে। তাঁদের সঙ্গে ছিলেন এসএসকেএমের চিকিত্সকরা। গত ৮ ডিসেম্বরই প্রথম শুধু এসএসকেএমের চিকিত্সকরা অস্ত্রোপচার করেন। এসএসকেএম-এ স্বয়ংসম্পূর্ণভাবে লিভার প্রতিস্থাপন হওয়ার আনন্দিত চিকিত্সক অভিজিত্ চৌধুরী।
আরও পড়ুন :
দ্বিতীয় ঢেউ, মৃত্যুমিছিল, ভ্যাকসিন... ফিরে দেখা ২১-এর করোনাকাল
৮ ডিসেম্বর যাঁর লিভার প্রতিস্থাপন হয়, সেই ৫৮ বছরের স্বপন বৈদ্যকে এদিন ছাড়া হল হাসপাতাল থেকে। লিভার প্রতিস্থাপনে বেসরকারি হাসপাতালে বিশাল খরচ। সরকারি হাসপাতালে জটিল এই অস্ত্রোপচার হল বিনামূল্যে। চিকিত্সকদের আশা, এবার বহু রোগী সরকারি হাসপাতালে লিভার প্রতিস্থাপনের সুবিধা নিতে পারবেন।
লিভার প্রতিস্থাপন এক জটিল সার্জারি । এর মাধ্যমে কঠিন রোগে কাহিল লিভারকে সরিয়ে, তার জায়গায় সুস্থ লিভার বসানো হয়। লিভার যখন বিকল হয়ে যায়, তখন প্রতিস্থাপন করার কথা ভাবা হয়। সিরোসিস হলে প্রাপ্তবয়স্কদের লিভার প্রতিস্থাপন করার প্রয়োজন পড়ে। এছাড়াও লিভারের অনেক কঠিন অসুখেও প্রতিস্থাপনের প্রয়োজনীয়তা হয়। তবে প্রতিস্থাপনের অপারেশন নিঃসন্দেহে জটিল। এবং তার পরবর্তী যত্ন নেওয়ার বিষয়টিও বেশ কঠিন। তবে রাজ্যের সরকারি হাসপাতাল স্বয়ংসম্পূর্ণভাবে লিভার প্রতিস্থাপনে সক্ষম বলে রোগীদের মনে ভরসা বাড়বে বইকি। এর আগের ২৬ বার ভিন রাজ্যের বিশেষজ্ঞ চিকিত্সকের সাহায্য নেওয়া হয়। এই প্রথম শুধু এসএসকেএমের চিকিত্সকরাই জটিল এই অস্ত্রোপচার করেন।