পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: টালবাহানার পর অবশেষে চালু হল বাঁকুড়া দামোদর রিভার বা BDR রেলওয়ের বাঁকুড়া-মশাগ্রাম লোকাল (Bankura Masagram Local Train)। খুশি স্থানীয় বাসিন্দারা। তবে একটি লোকাল চালু হলেও, বাকি আরেকটি ট্রেন চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
করোনা (Corona) আবহে প্রায় ৬ মাস বন্ধ থাকার পর, ৩১ অক্টোবর থেকে রাজ্যজুড়ে ফের শুরু হয়েছে লোকাল ট্রেন (Local Train)। কিন্তু ব্রাত্য ছিল বাঁকুড়া দামোদর রিভার বা BDR রেলওয়ের বাঁকুড়া-মশাগ্রাম লোকাল। অবশেষে শুক্রবার থেকে চালু হল দক্ষিণ পূর্ব রেলের অন্তর্গত (South Eastern Railway) এই লোকাল ট্রেন পরিষেবা। স্বাভাবিকভাবেই খুশি যাত্রীরা। যাত্রীদের বক্তব্য, লোকাল ট্রেন চালু হওয়া খুব দরকার ছিল। আরও আগে চালু হলে ভাল হত।
অক্টোবরের (October) শেষে রাজ্যে লোকাল ট্রেন চালুর ছাড়পত্র দেয় নবান্ন (Nabanna)। কিন্তু দক্ষিণ পুর্ব রেলের BDR লাইনে লোকাল ট্রেন চলাচল শুরু হয়নি। যা নিয়ে চরম অসুবিধায় পড়েন যাত্রীরা। পরবর্তীকালে ৫ নভেম্বর থেকে এই লাইনে ট্রেন চালানোর কথা ঘোষণা করে রেল। কিন্তু শেষমুহূর্তে রেকের অভাবের কারণ দেখিয়ে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়। বাঁকুড়া স্টেশন থেকে পূর্ব বর্ধমানের মশাগ্রাম, BDR রেলপথ এই দুটি জেলার বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের লাইফলাইন। টালবাহানার পর অবশেষে তা চালু হওয়ায় স্বস্তিতে এলাকাবাসী। অবশেষে শুক্রবার থেকে চালু হল ট্রেন পরিষেবা। কিন্তু কোভিড পূর্ব পরিস্থিতিতে এই লাইনে প্রতিদিন দুটি করে লোকাল ট্রেন চালু করা হলেও, এদিন একটি ট্রেন চালু হয়েছে। শীঘ্রই অপর ট্রেনটিও চালুর দাবি জানিয়েছেন যাত্রীরা।
প্রায় ৬ মাস বন্ধ থাকার পর ৫ নভেম্বর পুরুলিয়ায় (Purulia) গড়ায় লোকাল ট্রেনের (Local Train) চাকা। পুরুলিয়া (Purulia) ও আদ্রা জংশন (Adra Junction) থেকে চালু হয় ট্রেন চলাচল। গত শুক্রবার পুরুলিয়া থেকে মেদিনীপুর (Purulia-Midnapore), পুরুলিয়া-বাঁকুড়া(Purulia-Bankura), পুরুলিয়া-বর্ধমান জংশন (Purulia-Burdwan Junction), পুরুলিয়া-আসানসোল(Purulia-Asansol) যাওয়ার লোকাল ট্রেন চালু হয়। এছাড়াও আদ্রা থেকে পুরুলিয়া জংশন এবং আদ্রা-বরাভূম লোকাল চালু হয়। দক্ষিণ-পূর্ব রেলের (South-Eastern Rail) তরফে জানানো হয়, ধাপে ধাপে আরও কয়েকটি লোকাল ট্রেনও চালু হবে।