মনোজ বন্দ্যোপাধ্যায়,পশ্চিম বর্ধমান:বেসরকারি হাসপাতালের (private hospital) লাইসেন্স (license) বাতিল করে শাটারের (shutter) তালা সিল করে দিল জেলা স্বাস্থ্য দফতর (district health department)। অভিযোগ মূলত একটাই। পুনর্নবীকরণের নথি সঠিক ভাবে জমা পড়েনি। পশ্চিম বর্ধমান (west burdwan) জেলার দুর্গাপুরের (durgapur) কাঁকসা থানা এলাকার বামুনারার ঘটনা।
কী হয়েছিল?
সূত্রের খবর, দিন দশেক আগে বামুনারার কাছে দ্য নেশন হাসপাতালে পুনর্নবীকরণের সঠিক নথি জমা দেওয়ার জন্য নোটিস দেওয়া হয়েছিল। বলা হয়, ১০ দিনের মধ্যে নথি জমা দিতে হবে। না হলে হাসপাতালের বেড শূন্য করে তা বন্ধ করে দেওয়ার নির্দেশ হওয়া হয়। কিন্তু অভিযোগ, পূর্বনির্ধারিত মেয়াদ পেরিয়ে গেলেও সেই নথি জমা পড়েনি। এদিন দুপুর বারোটা নাগাদ হঠাতই ওই বেসরকারি হাসপাতালে পৌঁছে যান জেলা স্বাস্থ্য আধিকারিক এবং পুলিশ প্রশাসনের সদস্য়রা। হাতেগোনা কয়েক জন নন, বড়সড় ঝামেলা এড়াতে আগে থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল সেখানে। তার পরই নতুন নোটিস সাঁটিয়ে দেওয়া হয়,হাসপাতালের শাটার সিল করে দেওয়া হয়। তবে জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিক মহম্মদ ইউনুস জানিয়েছেন, আগামী কিছুদিনের মধ্যে যদি কর্তৃপক্ষ সমস্ত নথি জমা দিতে পারেন,তা হলে হাসপাতাল ফের চালু করার নির্দেশ দেওয়া হবে।
যা জানা গেল...
সূত্রের খবর, বারো তলা ভবনটির প্রথম তিন তলায় হাসপাতাল চলত। তার উপরে ছিল আবাসন। কিন্তু বাসিন্দারা উপরে থাকা, নিচে হাসপাতালের ব্যবস্থায় আপত্তি তুলেছিলেন। বিষয়টি নিয়ে উচ্চ আদালতে মামলাও করেন তাঁরা। সেই মামলার শুনানি এখনও শেষ হয়নি। ফলে আগে থেকেই হাসপাতালটি বন্ধ রেখেছিলেন কর্তৃপক্ষ। কর্মীরা গত কয়েক মাস বেতনও পাননি বলে অভিযোগ। এবার জেলা স্বাস্থ্য দফতরের নোটিস। সঙ্গে সিল। তবে তাৎপর্যপূর্ণভাবে এদিন হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কাউকে দেখা যায়নি। সেক্ষেত্রে সেটির প্রয়োজনীয় নথি জমা দিতে আদৌ কেউ আসবেন কিনা,তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
আরও পড়ুন:করিনার পর রেগে গেলেন কাজল! কার উদ্দেশে ক্ষোভ উগরে দিলেন?