অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: তৃণমূল কর্মী, সমর্থকদের চোর স্লোগান শুনে পাল্টা হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দিলীপ ঘোষের থেকে বড় গুন্ডা আর কেউ নেই, দাঁতনে মর্নিং ওয়াকে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন এমনটাই।   


তিনি বলেন, 'প্রথম দফায় নাম মেদিনীপুর লোকসভায় বিজেপি ঘোষণা করেনি যা শুনে দিলীপ ঘোষের ক্ষোভ হয়েছে রাগ হয়েছে এমন কোনও কারণ নেই। তৃণমূল লোকেদের উপর খুব রাগ আছে আর তৃণমূলের পুরনো লোকেরা জানে উনি তো নতুন এসেছেন। এখানে আগে যত দাদাগিরি সব বন্ধ করেছি আগামী দিনে সব বন্ধ করব। ওঁরা যদি মনে করেন দাদাগির করে ভোট করবেন গুন্ডামি করবেন তাহলে জেনে রাখুন দিলীপ ঘোষের থেকে বড় গুন্ডা কেউ নেই।' 


মমতা-বাবুন বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে দিলীপ


এদিন দিলীপ ঘোষ বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্ক ছিন্ন করেছে তার ভাই বাবুন বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে এই নিয়ে বলেন এটা ওঁদের পারিবারিক ব্যাপার এতগুলো ভাই ভাইপো ভাই বউকে যদি টিকিট দিতে পারতেন পার্টি-টা পরিবার নিয়ে। এটা  প্রপার্টি ব্যানার্জি পরিবারের ছিন্ন করে দিলেন টিকিট যে কি অন্যায় করেছেন। সবাইকে দিয়েছেন কারকে সরকারি পদ দিয়েছেন কাউকে পার্টিতে পথ দিয়েছেন কাউকে জমি জায়গা টাকা পয়সা দিয়েছেন তাই ওনার চাওয়ার মধ্যে কোন অন্যায় নেই।' 
 


এর আগেও সরব হয়েছেন দিলীপ। বিজেপি নেতা বলেছিলেন, কানের নীচে দু’ থাপ্পড় মারলে ৭ দিন শুনতে পাবে না। দিলীপ ঘোষ এরকম জোচ্চোরদের বুকে পা দিয়ে ১৮টা MP জিতিয়েছে, নিজে ৮৭ হাজার ভোটে জিতেছে। এই ধরনের সমাজবিরোধী, গুন্ডা, গাঁটকাটা, পকেটমারদের ভয় পায় না।                        


কিছুদিন আগে মেদিনীপুরের সভা থেকে দিলীপ ঘোষ হুঁশিয়ারি দেন, জুন মালিয়াদের বলে দিচ্ছি, এভাবে ভোট করবেন ভাবলে, আমরা কিন্তু অন্য কিছু দিয়ে ভোট করব। কানে দুল পরে যারা চেঁচাচ্ছে, দিলীপ ঘোষ তাদের ভয় পায় না। জুন মালিয়ার প্রতিক্রিয়া এখনও মেলেনি। টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তা থেকেই এই মন্তব্য, প্রতিক্রিয়া তৃণমূল জেলা নেতৃত্বের।