অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: তীরন্দাজি প্রতিযোগিতার সূচনা করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তীর ছুড়ে দাঁতন ব্লকের তালদা কদম কুঁড়ি গ্রামে এই প্রতিযোগিতা শুরু করলেন বিজেপি সাংসদ।


তীরন্দাজি প্রতিযোগিতার সূচনা: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন(Loksabha Election)। ছোট ছোট কর্মসূচি নিয়ে জনসংযোগ ও প্রচার সারছেন খড়গপুরের সাংসদ দিলীপ ঘোষ। বেশ কয়েক মাস ধরে সাঁতার, ক্রিকেট, ফুটবলের পাশাপাশি এবার তীরন্দাজ ও নাচের প্রতিযোগিতা করলেন সাংসদ দিলীপ ঘোষ। তীর নিক্ষেপ করে প্রতিযোগিতার সূচনা করেন তিনি। এদিন দাঁতন -১ ব্লকের আলিকোষা গ্রাম পঞ্চায়েতের তালদা কদমকুঁড়ি গ্রামে তীরন্দাজি ও আদিবাসী নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। আদিবাসী নৃত্যের ঐতিহ্যকে ধরে রাখতে এবং তীরন্দাজদের উৎসাহিত করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। যার লক্ষ্য আগামী দিনে জাতীয় স্তরে যাতে প্রত্যন্ত এলাকা থেকে তীরন্দাজ তৈরি হয়। যাঁরা এতে স্থান অধিকার করবেন তাঁদের পুরস্কৃত ও সম্মানিত করা হবে জানিয়েছেন দিলীপ ঘোষ।


এদিন দিলীপ ঘোষ বলেন, "যেগুলো আমাদের গ্রামীণ খেলাধুলো সেগুলো একে একে অবলুপ্ত হয়ে যাচ্ছে। জঙ্গলমহল এলাকার প্রত্যন্ত এলাকার মানুষজন আধুনিক কোচিং পাবে। গ্রামের প্রতিভা যদি এগোয় তাহলে ভারত আরও অনেক পদক জিততে পারবে।'' পাশাপাশি এদিন তিনি বলেন, "যে কোনওভাবে মানুষের কাছে পৌঁছালে সমাজ উদ্বুদ্ধ হয় আমরা সেটাই চেষ্টা করছি।''


এদিকে আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় ৩৫ আসনে জয়ী হওয়া লক্ষ্য নিয়েছে বিজেপি। সেই লক্ষ্যপূরণে চলতি সপ্তাহেই বাংলায় এসে ১৫ জনের ইলেকশন ম্যানেজমেন্ট টিম গঠন করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এ ছাড়াও বিজেপি-র পাঁচ জন কেন্দ্রীয় নেতাও রয়েছেন। তবে রাজ্য থেকে কেন্দ্রে বিজেপি-র যে চারজন মন্ত্রী রয়েছেন, তাঁদের ছাড়াই ইলেকশন ম্যানেজমেন্ট টিম গঠন করা হয়েছে (Lok Sabha Elections 2024)। কমিটিতে রয়েছেন সুনীল বনসল, অমিত মালব্য, মঙ্গল পান্ডে, আশা লাকড়া।  টিমে রয়েছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়। আছেন অমিতাভ চক্রবর্তী, দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিংহ মাহাতো এবং সতীশ ধন্ড। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: India Corona Update:বছর শেষেও বজায় করোনা আতঙ্ক, গত ২২৭ দিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা