Realme Smartphone: রিয়েলমি (Realme) একটি নতুন স্মার্টফোন (Smartphone) ভারতে লঞ্চ করতে চলেছে। এই ফোনে একটি পেরিস্কোপ জুম (Periscope Zoom Camera) ক্যামেরা থাকবে বলে শোনা গিয়েছে। ফোনের নাম এবং লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে না এলেও রিয়েলমি একটি নয়া ফোন যে ভারতে লঞ্চ করবে এ ব্যাপারে মোটামুটি আভাস পাওয়া গয়েছে। এটি একটি নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন হতে চলেছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকেরই অনুমান, রিয়েলমি ১২ প্রো প্লাস ফোন লঞ্চ হতে চলেছে। এই ফোন রিয়েলমি ১১ প্রো প্লাস ফোনের সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে বলে শোনা গিয়েছে, ভারতে এবছর অর্থাৎ ২০২৩ সালে জুলাই মাসে রিয়েলমি ১১ প্রো প্লাস ফোন ভারতে লঞ্চ হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, এক্স মাধ্যমের একটি পোস্টে রিয়েলমি সংস্থা জানিয়েছে যে তারা নতুন একটি ফোন ভারতে লঞ্চ করতে চলেছে।
এক্স মাধ্যমে রিয়েলমির এই ফোনের যে টিজার পোস্টার প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে ফোনের রেয়ার প্যানেলে রয়েছে একটি রিং। টিপস্টার অভিষেক যাদব দাবি করেছেন যে রিয়েলমি ১২ প্রো প্লাস ফোন লঞ্চ হতে পারে অতুন বছরে জানুয়ারি মাসের শেষদিকে কিংবা ফেব্রুয়ারি মাসে। এই ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ সিরিজের চিপসেট থাকতে পারে। সম্ভবত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর থাকতে পারে রিয়েলমির আসন্ন ফোনে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ৬৪ মেগাপিক্সেলের OmniVision OV64B পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। সেখানে আবার থ্রি এক্স অপটিকাল জুম থাকবে। এটি একটি মিড রেঞ্জের ফোন হতে পারে, দাম হতে পারে ২৩ হাজার টাকার আশপাশে। রিয়েলমি ১২ প্রো প্লাস ফোনের সঙ্গে রিয়েলমি ১২ এবং রিয়েলমি ১২ প্রো- এই দুই ফোনও লঞ্চ হতে পারে।
AI Photo Edit Feature: স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজ (Samsung Galaxy S24 Series) খুব তাড়াতাড়ি লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। এই স্মার্টফোন সিরিজে স্যামসাং গ্যালাক্সি এস২৪ (Samsung Galaxy S24), গ্যালাক্সি এস২৪ প্লাস (Samsung Galaxy S24 Plus) এবং গ্যালাক্সি এস২৪ আলট্রা (Samsung Galaxy S24 Ultra) - এই তিনটি ফোন লঞ্চের কথা রয়েছে। এখনও স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের বিভিন্ন ফোন লঞ্চের নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের ফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই ফিচার যুক্ত ইমেজ এডিটিং টুল থাকবে।
আরও পড়ুন- বছর শেষে ভারতে হাজির Boat Enigma Z20, ব্লুটুথ কলিং ফিচারের এই স্মার্টওয়াচের দাম কত?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।