কলকাতা: লোকসভা ভোটের (Lok Sabha Election) নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই বারংবার বঙ্গ সফরে এসেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন দুই দিনাজপুরে জোড়া সভা করেন প্রধানমন্ত্রী। বিজেপি রাজ্য সভাপতি ও বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে দুপুর আড়াইটেয় প্রথম সভাটি করেন বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন মাঠে। সেখান থেকেই বঙ্গবাসীর জন্য বড় ঘোষণা করেন নরেন্দ্র মোদি।                                                                               

  


রাম নবমীর ব্রত পালন করছেন প্রধানমন্ত্রী। সেই রীতি মেনে তারপর সভামঞ্চে ওঠেন তিনি। এদিন প্রচার সভা থেকে মোদি বলেন, 'অনেকে ষড়যন্ত্র করেছিল, কিন্তু সত্যেরই জয় হয়েছে। রামনবমী আটকাতে অনেক ষড়যন্ত্র করা হয়েছিল। রামনবমীর শোভাযাত্রা নিয়ে কোর্ট থেকে অনুমতি মিলেছে। বাংলায় উন্নয়নেরই জয় হবে। বাংলা বলছে ৪ জুন ৪০০ পার, আবার মোদি সরকার।'


বঙ্গে উন্নয়নের বার্তা দিয়ে মোদি জানান, 'আগামী ৫ বছরের গ্যারান্টি দিয়েছি। গরিবদের জন্য ৩ কোটি আরও নতুন ঘর তৈরি হবে। কম দামে সোলার প্যানেল দিয়ে বিদ্যুতের বিল শূন্য করে দেব। আগামী ৫ বছর বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা নরেন্দ্র মোদির। বাংলার গরিবদের মোদির কাজের সুফল পেলে তৃণমূলের দোকানই বন্ধ হয়ে যাবে। 


আরও পড়ুন, 'মোদির গ্যারান্টি' না 'মমতার গ্যারান্টি'-লোকসভা ভোটে কাকে ভরসা? কী বলছে সি ভোটারের সমীক্ষা?


বালুরঘাট থেকে এদিন মোদি বলেন, 'দলিত, আদিবাসী মহিলাদের বন্ধক রাখতে চায় তৃণমূল। বিজেপিতে এসেছিল বলে আদিবাসী মহিলাদের নাকখত দিতে বাধ্য করেছিল তৃণমূল। বাম আর তৃণমূলের সরকার বালুরঘাটের জন্য কিছুই করেনি। আপনার স্বপ্ন, আমার সংকল্প। প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের স্বপ্ন পূরণ করব।'


এদিন বিকেলে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালের সমর্থনে রায়গঞ্জের গোয়ালপাড়ায় জনসভা করবেন প্রধানমন্ত্রী।                                                              



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে