নয়াদিল্লি: বিজেপি সাংসদ রবি কিষাণের বিরুদ্ধে এবার মারাত্মক অভিযোগ তুললেন এক মহিলা। জানালেন, ২৮ বছর আগে তাঁকে গোপনে বিয়ে করেছিলেন রবি। তাঁদের এক কন্যাও রয়েছে। কিন্তু সন্তানকে সামাজিক স্বীকৃতি দিতে রাজি হচ্ছেন না রবি। মেয়ের পিতৃত্বের দাবি নিয়ে তিনি রবির বিরুদ্ধে তিনি আদালতেরও দ্বারস্থ হচ্ছেন বলে জানিয়েছেন ওই মহিলা। (Ravi Kishan)


ভোজপুরি এবং হিন্দি চলচ্চিত্র জগতে অত্যন্ত পরিচিত নাম রবি। গোরক্ষপুরে তিনি বিজেপি-র সাংসদও। এবারও গোরক্ষপুর থেকে তাঁকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। নির্বাচনী প্রচারে ইতিমধ্যেই ঝড় তুলেছেন রবি সেই আবহেই উত্তরপ্রদেশের লখনউয়ে সাংবাদিক বৈঠক করে তাঁর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন ওই মহিলা। (Ravi Kishan News)


সাংবাদিক বৈঠকে ওই মহিলা বলেন, "আমার নাম অপর্ণা ঠাকুর। আমার কন্যা সাংসদ তথা অভিনেতা রবি কিষাণের মেয়ে। মেয়েকে গ্রহণ করছেন না উনি। বিষয়টি নিয়ে আমি আদালতে যাচ্ছি।" উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছেও এ নিয়ে অনুরোধ জানান অপর্ণা। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীকে বলছি আমার মেয়ে যাতে ন্যায় পায় দেখুন।”



আরও পড়ুন: ABP Ananda C Voter Opinion Poll : প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চায় বাংলা? লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ২ গুণ হল লাভ তৃণমূলের? আরও প্রশ্নের উত্তর খুঁজল C Voter


এখনও পর্যন্ত থানায় এ নিয়ে অভিযোগ না জানালেও, তিনি আদালতের দ্বারস্থ হতে চলেছেন বলে জানিয়েছেন অপর্ণা। তিনি জানিয়েছেন, ১৯৯৬ সালে মুম্বইয়ের মালাডে তাঁকে বিয়ে করেন রবি। গত ২৮ বছর ধরে তিনি রবির স্ত্রী। নিজের জন্য তিনি কিছু চান না। কিন্তু রবি হয় মেয়েকে দত্তক নিন, নইলে সামাজিক স্বীকৃতি দিন বলে দাবি জানিয়েছেন অপর্ণা।


মেয়েকে সঙ্গে নিয়েই সাংবাদিক বৈঠক করেন অপর্ণা। তিনি জানান, বেশ কিছু বছর আগে পর্যন্ত মেয়ের সঙ্গে দেখা করতে আসতেন ববি। কিছু ক্ষ থেকে আবার চলে যেতেন। এর পর বার বার রবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তিনি। কিন্তু কোনও লাভ হয়নি। রবির জনসংযোগ আধিকারিক পবন দুবের সঙ্গেও যোগাযোগ করেছিলেন। কিন্তু রবি শহরে নেই, কিছু কথা থাকলে পরে হবে বলে তাঁকে পবন জানান বলে দাবি অপর্ণার।


১৯৯৩ সালে প্রীতি শুক্লার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রবি। তাঁদের চার সন্তান রয়েছে, এক ছেলে, তিন মেয়ে। ২০২০ সালে 'সব কুশল মঙ্গল' ছবিতে অভিনয় করে কেরিয়ারের সূচনা হয় রবির মেয়ে রিভার। তিন দশক আগে দ্বিতীয় বার রবি তাঁকে বিয়ে করেন বলে দাবি অপর্ণার। দুই পরিবারের লোকজনও বিয়েতে উপস্থিত ছিলেন বলে দাবি তাঁর।