আশাবুল হোসেন, দীপক ঘোষ ও অনির্বাণ বাগচী, কলকাতা: মালদার (Malda) নির্বাচনী প্রচার (Election) সভা থেকে ফের সিএএ (CAA), এনআরসি (NRC) ইস্যুতে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger) সঙ্গে তুলনা করে সিএএ, এনআরসি করতে দেবেন না বলে ফের হুঙ্কার দেন তিনি। পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তৃণমূল নেত্রীকে কটাক্ষ করেছে সিপিএমও। পাল্টা আক্রমণ অভিষেকেরও। 


শুরু হয়ে গেছে লোকসভা ভোটের মহারণ। তাপমাত্রার পারদের সঙ্গে পাল্লা দিয়ে বঙ্গে তুঙ্গে উঠেছে রাজনীতির পারদও। ভোট প্রচারে শনিবার সিএএ-এনআরসি ইস্যুতে ফের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মালদার সভা থেকে নিজেকে রয়্য়াল বেঙ্গল টাইগারের সঙ্গে তুলনা করে ফের একবার হুঙ্কার দেন মমতা।                                                                  


শনিবার গাজোলের সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এখানে সিএএ এআরসি করতে দেব না। ওদের একটাই নেতা। একটাই সংসকৃতি চালু করতে চাইছে। কে কি খাবে, পড়বে সে টাও ঠিক করে দিতে চাইছে। বাংলায় কিছু করতে পারছে না কারণ। এখানে আপনাদের সুরক্ষায় আমি রয়েল বেঙ্গল টাইগার আছি'। 


আরও পড়ুন, আহত তৃণমূল কর্মীকে দেখতে হাসপাতালে দিলীপ ঘোষ, কথা পরিবারের সঙ্গেও


তৃণমূল নেত্রীর আক্রমণের জবাব দিতে সময় নেয়নি বিজেপিও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'উনি এখন বলছেন, NRC করতে দেব না, CAA করতে দেব না। তুমি কে হরিদাস পাল? সংবিধান পাল্টাবে? ৪৫ কেন্দ্রে প্রার্থী দিয়ে? বিজেপি ক্ষমতায় এলে মমতাকে মিথ্যাশ্রী পুরস্কার দেবে।'
 
পাশাপাশি মমতার এই মন্তব্য নিয়ে কটাক্ষ করেছেন মহম্মদ সেলিম। তিনি বলেন, 'বাংলার মানুষকে যখন ভয় দেখায়, তখন টাইগার টাইগার ভাব দেখায়। আর যখন ভাইপোকে বাঁচাতে হয়, তখন আরএসএসের কাছে গিয়ে ভেজা বিড়াল হয়ে যায়।' 


পাল্টা আক্রমণ অভিষেকেরও। দিল্লির কুকুর হওয়ার থেকে র‍য়্যাল বেঙ্গল টাইগার হয়ে বাঁচুন। উত্তর দিনাজপুরে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, 'আমাদের এত ভয় দেখিয়েছে, ধমকেছে, চমকেছে, ED-CBI, ঘর-পরিবার-মা-বাচ্চা-বিবি কাউকে ছাড়েনি। তারপরও আজ মাথা উঁচু করে লড়ছি। দিল্লির কুকুর হওয়ার থেকে র‍য়্যাল বেঙ্গল টাইগার হয়ে বাঁচুন, মাথা উঁচু করে বাঁচুন।' 


সব মিলিয়ে আক্রমণ-পাল্টা আক্রমণে তপ্ত হল বঙ্গ রাজনীতিও।                                                      


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে