কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: লোকসভা ভোট (Lok Sabha Election) শুরু হয়েছে রাজ্যে (West Bengal)। ৭ দফায় ভোট চলবে এ রাজ্যে।  এদিকে এর মধ্যেই সুজাপুর এলাকায় তৃণমূল (TMC) কর্মীকে মারধরের ঘটনা ঘটেছে। আর সেই জখম তৃণমূল কর্মীকে দেখতে গেলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।   


গলসীর মনোহর সুজাপুর এলাকার বাসিন্দা স্বপন মল্লিক ইদের আগেরদিন রাতে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার সময় তাকে বাইক থেকে নামিয়ে লাঠি রড দিয়ে মারা হয়। এমনকি ধারালো অস্ত্রের কোপ মারা হয় বলে অভিযোগ। গুরুতর জখম হন তৃণমূল কর্মী স্বপন মল্লিক। অভিযোগ ১০০ দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতির প্রতিবাদ করায় তৃণমূলের অপর গোষ্ঠীর লোকজন মারধর করে তাঁকে।  


এখনও পর্যন্ত এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গুরুতর জখম অবস্থায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এদিন তাঁকে দেখতে বর্ধমান মেডিক্যাল কলেজ ও  হাসপাতালে আসেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ। শনিবার সকাল দশটা নাগাদ তিনি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন। জরুরী বিভাগের এক তলায় ভর্তি রয়েছেন স্বপন মল্লিক, তার সঙ্গে কথা বলার পাশাপাশি তার পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলেন তিনি।


আরও পড়ুন, নদিয়ার কালীগঞ্জের দেবগ্রামে বিস্ফোরণ, টুকরো হয়ে উড়ে গেল দোকানোর শাটার


বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, একশো দিনের টাকা চুরি ,শৌচালয় ,আবাস যোজনার টাকা লুঠ হওয়ার প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়েছে। তিনি তৃণমূল করেন, মারধর করেছে তৃণমূলেরই লোকজন।                               


এর আগে ইদের দিনে তৃণমূলের একটি সভায় উপস্থিত হয়েছিলেন দিলীপ ঘোষ। বিজেপি নেতার কথায়, "আমাকে ডাকেন তাঁরা, শরবত খেতে দেন, বলেন বসুন, ওদের ক্যাম্পে গিয়ে বসি, শুভেচ্ছা বিনিময় করি, কোলাকুলি করি। ওদের মাইকে ভাষণ দিয়ে বলি সম্প্রীতির ভালোবাসার ইদ, গাজন, নীল এবং বাংলা নববর্ষ, রামনবমী আসছে সমস্ত অনুষ্ঠান যেন সৌহার্দ্য পূর্ণ পরিবেশে পালন হয়"।                                         



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে