কলকাতা: ভোট-বঙ্গে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নিশানায় মিশন (Ramakrishna Mission)-আশ্রমের (Bharat Seva Sangha) সন্ন্যাসীরা। মিশন-আশ্রমের সঙ্গে যুক্ত সাধু-সন্ন্যাসীরাও কেউ কেউ রাজনীতি করছেন বলে অভিযোগ তৃণমূল নেত্রীর।               


ঠিক কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়


গোঘাটের সভা থেকে মমতা বলেন, 'সব সাধু তো সমান নয়, আমরাও সবাই সমান নই। বহরমপুরে একজন কার্তিক মহারাজ আছেন। ভারত সেবাশ্রম সঙ্ঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। কিন্তু যিনি তৃণমূলের এজেন্টকে বসতে দেবেন না বলেন, তাঁকে সাধু বলে মনে করি না, এর অর্থ উনি সরাসরি পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আমি চিহ্নিত করেছি কে কে করেছেন।'  


মমতার কথায়, 'সরাসরি রাজনীতি করে দেশের সর্বনাশ করছেন। আসানসোলেও একটা মিশন আছে। আমি কত হেল্প করেছি, সমর্থন করেছি। ইস্কনকেও আমি নদিয়ায় ৭০০ একর জমি দিয়েছি। দিল্লি থেকে বিজেপিকে ভোট দিতে বলার জন্য নির্দেশ আসছে। আপনাদের এই মেয়েটা বেঁচে না থাকলে স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকত না'।                                                                                                                            


আরও পড়ুন, সকাল থেকেই আকাশে জমছে মেঘ, আজ থেকেই ঝড়-বৃষ্টি শুরু?


এ প্রসঙ্গে সুর চড়িয়েছেন দিলীপ ঘোষ। বিজেপি নেতা বলেন, 'উনি ইমামদের নিয়ে বসে ভোট চাইতে পারেন। আমাদের সাধু সন্ন্যাসীদের কি রাজনীতি করা বারণ আছে না কি? যে সংস্থার নাম উনি বলে গেলেন তাঁরা কেউ রাজনীতি করেন না। এঁরা মানুষের মধ্যে আধ্যাত্মিকতা জাগান, সমাজসেবা করেন। আয়লা হোক, আম্ফান হোক কিংবা ভূমিকম্প, এই সাধু সন্ন্যাসীরা আগে চলে যান, উনি নিশ্চয়ই দেখেছেন সেটা। বরং ওঁর ক্যাডাররা পয়সা মারতে গিয়েছিল। গেরুয়া বসন নিয়ে এমন মন্তব্য করছেন তো, এই পাপই ওঁকে ডোবাবে'।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে