সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: ভোটের মুখে ফের দলের অস্বস্তি বাড়ালেন বলাগড়ের তৃণমূল বিধায়ক। দল আমাকে চেয়ার দিলেও ক্ষমতা দেয়নি, শোপিস করে রেখে দিয়েছে, বিস্ফোরক মন্তব্য মনোরঞ্জন ব্যাপারীর। রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তৃণমূলের সভায় এবার এই কোন্দল প্রকাশ্যে আসতেই অস্বস্তি বাড়ল তৃণমূলের।
বলাগড়ের তৃণমূল বিধায়কের অভিযোগ, হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে গতকাল তাঁর বিধানসভা এলাকায় নির্বাচনী সভায় CAA-NRC নিয়ে বলার সময়, আচমকাই তাঁকে থামিয়ে দেন মঞ্চে উপস্থিত তৃণমূল নেতারা। এরপর সভা ছেড়ে জিরাটে নিজের MLA অফিসে চলে যান মনোরঞ্জন। লোকসভা ভোটে বলাগড় বিধানসভায় তৃণমূলের ফল নিয়েও সংশয় প্রকাশ করেছেন শাসকদলের বিধায়ক।
বিধায়কের কথায়, দলে বার বার অপমানিত হচ্ছি। দল সব জানে কিন্তু কারও কোন হেলদোল নেই। আমি বহিরাগত আমি অনুপ্রবেশকারী এসব বিজেপি সিপিএম বলছে না বলছে আমার দলের লোকেরাই। আমি সব কথা মমতা বন্দ্যোপাধ্যায় কে জানাতে যাব কেন স্থানীয় নেতারা যখন আছেন। যেভাবে কমিটি তৈরি হয়েছে সেখানে তাদের মন মত লোককে রাখা হয়েছে আমার একটা লোককেও রাখা হয়নি। চেয়ারম্যানের নিজের পছন্দের দুটো লোক থাকতে পারবে না কমিটিতে? তৃণমূলের ফল বলাগড়ে কী হবে আমি জানিনা। আমি নিজের মতো একা গাড়ি করে প্রচার করে বেড়াচ্ছি। ফল কি হবে দল বলতে পারবে। আমার নিজস্ব টিম আছে। দু-দশজন নেতা কি বলল কিছু যায় আসেনা।'
তিনি আরও বলেন, দিদির আদেশে তৃণমূল দলটাকে শক্তিশালী করতে চেয়েছি গত তিন বছরে আমি সাধ্যমত সেটা করেছি। স্থানীয় নেতাদের সেটা ভাল লাগে না।'
এদিকে , ভোটের আগে দলীয় কোন্দল নিয়ে বিতর্ক এড়িয়েছেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা বলেন, 'কারও সঙ্গে মনোমালিন্য হতে পারে। কিছুটা মতবিরোধ থাকতে পারে তবে আমার মনে হয় না কেউ কাউকে কোণঠাসা করতে চায়। তবে দিনের শেষে সব কিছু ভুলে আমরা একসঙ্গে কাজ করব এটাই হওয়া উচিত। ওখানে কি হয়েছে আমি জানিনা। কারণ ওখানে আমি ছিলাম না। তাই বলতে পারব না কী হয়েছে।'
বলাগরের বিধায়ক এর সঙ্গে বলাগরের তৃণমূল নেতৃত্বের বিরোধ এর আগেও বারংবার প্রকাশ্যে এসেছে। বিধায়কের অফিস ভাঙচুর থেকে কাদা ছোড়াছুড়ি অনেক হয়েছে। বিধায়কের এহেন বক্তব্য ভোটের আগে বলাগড়ে তৃণমূলকে অস্বস্তিতে রাখবে সন্দেহ নেই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে