কলকাতা: গতবারের তুলনায় এবার লোকসভা ভোটে (Lok Sabha Election), বাংলায় (West Bengal) বিজেপির (BJP) আসন কমেছে। কিন্তু পরিসংখ্যান বলছে, একুশের বিধানসভা ভোটে বিজেপি এরাজ্যে যতগুলি আসনে জিতেছিল, এবার লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী, তার থেকে বেশি আসনে এগিয়ে আছে বিজেপি। উল্টোদিকে, একুশের বিধানসভা ভোটে তৃণমূল যত আসন পেয়েছিল, এবার লোকসভার ফলের নিরিখে তার চেয়ে কম আসনে এগিয়ে আছে ঘাসফুল শিবির। 


লোকসভা ভোটে প্রাপ্ত আসন সংখ্যার নিরিখে বাংলায় বিজেপির ভরাডুবি হয়েছে। সান্ত্বনা পুরস্কার একটা জুটল বটে। বাংলায় খাতায়কলমে এখন বিজেপির বিধায়ক সংখ্যা ৭৪। ২০২১ সালের বিধানসভা ভোটে তারা ৭৭টি আসনে জিতেছিল। পরে ৩টি বিধানসভা উপ নির্বাচনে হেরে যায় তারা। শান্তিপুর, দিনহাটা ও ধূপগুড়ি। অর্থাৎ ৭৪-এ দাঁড়ায় বিজেপির বিধায়ক সংখ্যা। কিন্তু এবার লোকসভা ভোটে বিধানসভার ফল দেখে বোঝা যাচ্ছে রাজ্যে ৯২টি বিধানসভায় বিজেপি লিড পেয়েছে। 


অর্থাৎ বিধানসভায় তাঁদের বর্তমান যা শক্তি তার থেকে ১৮টি বেশি আসনে এগিয়ে গেরুয়া শিবির। ২০২১-এর বিধানসভা ভোটে ২১৩টি আসনে জেতে তৃণমূল। পরে উপ নির্বাচনে আরও তিনটি আসনে জিতে তারা পৌঁছয় ২১৬-তে। কিন্তু এবারের লোকসভা নির্বাচনের নিরিখে ১৯০টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। অর্থাৎ আসন কমছে। উল্টোদিকে বিজেপি এগিয়ে ৯২টিতে। অর্থাৎ বাড়ছে।


আগের লোকসভা ভোটের পরিসংখ্যান


উনিশের লোকসভা ভোটের থেকে একুশের বিধানসভা ভোটে বিজেপির ফল খারাপ হয়েছিল। এবার লোকসভা ভোটে তার চেয়েও আরও নীচে নেমে গেল পদ্ম শিবির। ২০১৯ সালের লোকসভা ভোটে, এরাজ্যের ৪২টি আসনের মধ্য়ে ১৮টিতে জিতেছিল বিজেপি। সেই লোকসভা ভোটের ফলের নিরিখে এরাজ্যের ১২১টি বিধানসভা আসনে এগিয়ে ছিল বিজেপি। এরপর ২০২১ সালের বিধানসভা ভোটে ২০০ আসনের টার্গেট নিয়ে বাংলায় ঝাঁপায় বিজেপি। উনিশের লোকসভার ফলের নিরিখে বিজেপি যেখানে ১২১টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে ছিল একুশের বিধানসভা ভোটে তারা মাত্র ৭৭-এ আটকে যায়। অঙ্কের হিসেবে দেখলে একুশের বিধানসভার ফলের ভিত্তিতে, ১১টি লোকসভা বিজেপির পাওয়ার কথা। কিন্তু, সেটুকুও জিতে উঠতে পারল না পদ্ম শিবির। 


যে বাম কংগ্রেস গত বিধানসভায় শূন্য হয়ে গেছিল, লোকসভার নিরিখে তারাও বিধানসভায় খাতা খুলেছে। কংগ্রেস এগিয়ে রয়েছে ১১টি। সিপিএম একটিতে। অর্থাৎ ১২টি। সব কটি আসনই উত্তরবঙ্গে। তবে লোকসভা ভোটের আসন কমার ক্ষত সারাতে, বিজেপি এবার কী ওষুধ প্রয়োগ করে, সেটাই এবার দেখার। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে