নিউ ইয়র্ক: এই দলটাকে টুর্নামেন্ট শুরুর আগে কেউ খাতায় কলমে ধরেছিল নাকি সন্দেহ আছে। কিন্তু বৃহস্পতিবারের পর যুক্তরাষ্ট্র দলকে নিয়ে আলোচনা শুরু হয়ে যাবে বিশ্ব ক্রিকেটের সার্কিটে। প্রথমে কানাডা ও এবার অপেক্ষাকৃত শক্তিশালী পাকিস্তান। পরপর ২ ম্য়াচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জমিয়ে দিল যুক্তরাষ্ট্র। সুপার ওভারে খেলা গড়াল। আর সেখানেই বাজিমাত যুক্তরাষ্ট্রের। টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন জায়ান্ট কিলার হিসেবে উঠে এল যুক্তরাষ্ট্র।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আমেরিকার অধিনায়ক মোনাক পটেল। প্রথম থেকেই ব্যাটিং ভরাডুবি দেখা গিয়েছিল পাকিস্তানের।