দীপক ঘোষ, আবির দত্ত ও শিবাশিস মৌলিক, কলকাতা: লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024) এগিয়ে আসছে। তার আগে বিজেপি-র (BJP) নজরে গ্রামবাংলা। গ্রামের মানুষের মনজয়ে ঝাঁপিয়ে পড়ছেন গেরুয়া নেতৃত্ব। সেই লক্ষ্যপূরণে এবার রাজ্যে আসছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। শনিবার কোলাঘাটে বিজেপি-র বিশেষ কর্মসূচি রয়েছে। নাম রাখা হয়েছে, পূর্বাঞ্চলীয় পঞ্চায়েত কর্মশালা। সেখানে উপস্থিত থাকবেন নাড্ডা। ভার্চুয়ালি সেই কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । পর দিন রাজ্য়ে সভাও করবেন বিজেপি-র নাড্ডা।
কোলাঘাটে কর্মসূচি রয়েছে নাড্ডার, রাজ্যে সভাও করবেন তিনি
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে বাংলার গ্রামাঞ্চলের ভোটারদের মন জয় করতে চান বিজেপি নেতৃত্ব। সেই লক্ষ্য নিয়েই রাজ্যে আসছেন নাড্ডা। শুক্রবারই এসে পৌঁছচ্ছেন তিনি। তার পর ১২ অগাস্ট, অর্থাৎ শনিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে কর্মসূচি রয়েছে তাঁর। তাতে পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে যে জেলা পরিষদে বিজেপি ক্ষমতায় রয়েছে, তার সভাধিপতি এবং জেলা পরিষদে বিজেপির জয়ী প্রার্থীদের ডাকা হয়েছে।
বিজেপি-র একটি সূত্রে খবর, সেই কর্মশালায় ভার্চুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদি। সশরীরে উপস্থিত থাকবেন কেন্দ্রের শিল্প এবং বাণিজ্য়মন্ত্রী পীযূস গোয়েল। বিজেপি সূত্রে খবর, লোকসভা নির্বাচনের আগে গ্রামের মানুষের মন জয় করা, তাঁদের কাছে গ্রামীণ এলাকায় কেন্দ্রের প্রকল্প তুলে ধরা, কী ভাবে গ্রামীণ এলাকায় ভোট-প্রচারের কৌশল নেওয়া হবে, তার রূপরেখাও ঠিক হবে ওই কর্মসূচিতে।
লোকসভা নিয়ে আশাবাদী বিজেপি, কটাক্ষ করেছে তৃণমূল
এ নিয়ে প্রশ্ন করা হলে, রাজ্যে বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "সর্বভারতীয় সভাপতি দেশের বিভিন্ন জায়গায় ঘুরবেন, সেটাই তো স্বাভাবিক! কর্মীদের সঙ্গে কথা বলবেন তিনি। ১০০-র বেশি কর্মীর তর্পণ করার স্মৃতি রয়েছে তাঁর। এখনও বাংলায় বিজেপি-র কর্মীরা খুন হচ্ছেন।" যদিও এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। বিধানসভা এবং পঞ্চায়েত নির্বাচনের মতোই বিজেপি-কে নিরাশ হতে হবে বলে দাবি তাদের। বিজেপি-র একটি সূত্রে খবর, ১৩ অগাস্ট, অর্থাৎ সামনের রবিবার, এ রাজ্য়ে একটি সভা করতে পারেন নাড্ডা।
লোকসভা নির্বাচন নিয়ে সব স্তরেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে। তৃতীয় বারের জন্য মসনদ ধরে রাখতে মরিয়া বিজেপি। তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বদ্ধপরিকর বিরোধীরাও। বিজেপি এবং তাদের NDA জোটের মোকাবিলা করতে বিরোধীদের INDIA জোট তৈরি হয়েছে। সেই নিয়ে চলছে রাজনৈতিক টানাপোড়েন। লাগাতার বিরোধীদের নিশানা করে চলেছেন মোদি। বিরোধীদের দাবি, মোদি ভয় পেয়েছেন, তাই এসব বলছেন।