কলকাতা: ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে সুস্মিতা সেন (Sushmita Sen) অভিনীত 'তালি' সিরিজের টিজার। এই সিরিজে সুস্মিতা (Sushmita Sen) একজন রূপান্তরকামী সমাজকর্মী (transgender activist) শ্রীগৌরী সবন্তের (Shreegauri Sawant)  চরিত্রে অভিনয় করেছেন। তবে পোস্টাও ও টিজার মুক্তির পরই ট্রোলের শিকার হলেন এই বাঙালি তারকা।


সম্প্রতি অভিনেত্রী (Sushmita Sen) জানান,'তালির প্রথম পোস্টার যেটি আমি প্রকাশ করেছি তাতে আমার অর্ধেক মুখ এবং তালি দেওয়ার অংশ ছিল। আমার মনে আছে, প্রচুর নামহীন লোক  বারবার ‘ছক্কা (নপুংসক)’ লিখে কমেন্ট করছিল। আমার মনে হচ্ছি, কেউ কীভাবে এমনটা করতে পারে? আমি এটিকে ব্যক্তিগতভাবে নিয়েছি কারণ এটা আমার টাইমলাইনে হচ্ছিল। আমি এইসব ট্রোলারদের ব্লক করে দিয়েছে। এই বিষয়টি আমাকে অত্য়ন্ত আঘাত করেছে কারণ, শ্রীগৌরী সবন্তের (Shreegauri Sawant)  জীবনকে চিত্রিত করার সময়, আমি এইরকম মানুষগুলোর জীবনের সঙ্গে থেকেছি, তাঁদের প্রিতিটি  শ্বাস-প্রশ্বাসের মুহূর্ত বেঁচেছি।'


আরও পড়ুন...


চুলের রুক্ষ, শুষ্ক, লালচে ভাব দূর করার জন্য ব্যবহার করুন হেয়ার সিরাম, কেমিক্যাল এড়াতে তৈরি করুন বাড়িতেই


তিনি (Sushmita Sen)  আরও বলেন,“তবে এই অবস্থার পরিবর্তন হয়েছে। তার জন্য় আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। মানুষের ভালবাসা ও আশীর্বাদ আমি ধন্য়। এই সিরিজ করার সময় আমি ভেবেছিলাম যে, আমি যদি এমন একটি মাধ্যম হতে পারি যার মাধ্যমে আমার জন্য মানুষের ভালবাসা এমন একটি সম্প্রদায়ের কাছে পৌঁছবে যারা এই ভালবাসা পাওয়ার যোগ্য।"


প্রসঙ্গত, তাঁর চরিত্রের সফর এক বাক্যে প্রকাশ করে সুস্মিতা সেনকে বলতে শোনা যায়, 'গালি সে তালি তক...'। এরপর অতীত থেকে বর্তমান সময় পর্যন্ত শ্রীগৌরী সবন্তের বিভিন্ন সময়ের লড়াই বা পরিস্থিতির কথার ঝলক দেখা যায়। টিজার থেকে মনে করা হচ্ছে এই ছবিতে একাধিক শক্তিশালী সংলাপ শোনা যাবে। এরই মধ্যে অন্যতম, 'স্বভিমান, সম্মান, স্বতন্ত্রতা, আমার এই তিনটেই চাই।' সবশেষে সংলাপে ট্যুইস্ট নিয়েই টিজারের ইতি। সেখানে দেখা যাচ্ছে এক চরিত্র তাঁকে বলছেন, 'যাওয়ার জন্য তৈরি, গৌরী?' প্রশ্নের সপাট উত্তর গৌরীর, 'ছোটবেলা থেকেই'। 


উল্লেখ্য়, সুস্মিতা সেন অভিনীত এই ওয়েব সিরিজ ১৫ অগাস্ট থেকে জিও সিনেমা অ্য়াপে দেখতে পাওয়া যাবে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial