সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই, কলকাতা: যে সমস্যা নিয়ে গিয়েছিলেন, তা থেকে মুক্ত হয়েছেন। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। সংক্রমণ-মুক্ত হওয়ায় বন্ধ করা হয়েছে অ্যান্টিবায়োটিক। আপাতত দু'দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। হাসপাতাল থেকে কবে ছাড়া হবে তাঁকে, সোমবার তা নিয়ে হতে পারে সিদ্ধান্ত। (Buddhadeb Bhattacharjee)


বুদ্ধদেববাবু আগের থেকে অনেক ভাল, কথা বলছেন, আম খেতে চেয়েছেন বলে আগেই জানা গিয়েছিল। কলকাতার উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, এখন আরও ভাল আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। নিজের শয্যায় উঠে বসছেন। কখনও সখনও গুনগুন করে গাইছেন রবীন্দ্রসঙ্গীতও। রাইলস টিউব লাগানো থাকলেও, রবিবার নিজে থেকে স্যুপও গলায় ঢেলেছেন তিনি। (Buddhadeb Bhattacharjee Health Updates)


হাসাপাতালের তরফে জানানো হয়েছে, আগের থেকে তাঁর বুদ্ধদেববাবুর শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তাঁর শরীর থেকে খুলে ফেলা হয়েছে সেন্ট্রাল লাইন এবং সব চ্যানেল। এখনও রাইলস টিউবের মধ্যে খাবার দেওয়া হচ্ছে তাঁকে যদিও। তবে রবিবার দুপুরে নিজে থেকে গলায় স্যুপ ঢেলেছেন তিনি। 


আরও পড়়ুন: Kunal Ghosh: সরকারের টাকা তছনছ করে বই, ঘন ঘন বিমানযাত্রা! রাজ্যপালকে আক্রমণ কুণালের


চিকিৎসকেরা জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা এখন পুরোপুরি স্থিতিশীল। বন্ধ করা হয়েছে অ্যান্টিবায়োটিক ডোজ। পাশাপাশি, বাড়িতে যে বাইপ্যাপ মেশিন ছিল, তা এনে হাসপাতালে ব্যবহার করা হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, এইভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাড়ির পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা চলছে।


এদিন হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, সোমবার ফের বৈঠকে বসবে মেডিক্যাল বোর্ড। কবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতাল থেকে ছাড়া তে পারে, তা নিয়ে মেডিক্যাল বোর্ডের মিটিং-এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।


এর আগে, শনিবার উডল্যান্ডস হাসপাতালের চিকিৎসক সৌতিক পাণ্ডা বলেছিলেন, "প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বেশিদিন হাসপাতালে রাখলেও ফের সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। তাই সতর্কতা নেওয়া হচ্ছে।" হাসপাতালের এমডি তথা সিইও রূপালী বসু বলেছিলেন, "সোমবার হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেবে মেডিক্যাল বোর্ড।"


শনিবার হাসপাতালের মেডিক্যাল বোর্ডের যে বৈঠক হয়, সেখানে উপস্থিত ছিলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং তাঁর পূর্বসূরি সূর্যকান্ত মিশ্র। হাসপাতাল থেকে বেরিয়ে সেলিম বলেন, "আরও দু'দিন দেখবেন চিকিৎসকেরা। অ্যান্টিবায়োটিক ছাড়া উনি কেমন থাকেন, দেখা হবে।  চিকিৎসকরা যা জানিয়েছেন, তাতে আশ্বান্বিত আমরা। যে কারণে এসেছিলেন, তা থেকে সম্পূর্ণ মুক্ত।" তাই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি ফেরার অপেক্ষায় তাঁর অনুগামীরা।