লক্ষ্মীর ভাণ্ডার ৩ হাজার, ২ হাজার নাকি মাসে বাড়বে ১০০ টাকা ? BJP র রকমারি প্রতিশ্রুতিতে ধোঁয়াশা

Lakshmir Bhandar scheme: লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বরাদ্দ নিয়ে অমিত শাহ যা বললেন, তাতে কি লোকসভা ভোটের মধ্য়ে অস্বস্তিতে পড়ল বিজেপি?

Continues below advertisement

কলকাতা : কখনও শুভেন্দু অধিকারী, কখনও সুকান্ত মজুমদার। তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে টেক্কা দিতে নানা সময় নানা প্রতিশ্রুতি দিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। আর এবার বাংলায় প্রচারে লক্ষ্মীর ভাণ্ডারে ১০০ টাকা বাড়ানোর প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ। আর তাই নিয়েই সবার প্রশ্ন, বিজেপি কখনও ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার মিলবে তো? মিললেও কত ? ১ হাজার থেকে লাফিয়ে অঙ্কটা হবে শুভেন্দু অধিকারীর কথা মতো ৩ হাজার ? সুকান্ত মজুমদারের কথা মতো ২ হাজার ? নাকি মাসে বাড়বে মোটে ১০০ টাকা ? আর এই নানাবিধ প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। 

Continues below advertisement

কিছুদিন আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করে গেছেন অসমের মুখ্যমন্ত্রীও।  হিমন্ত বিশ্বশর্মা বলেছিলেন, ' বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার চলে। ১০০০ টাকা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। অসম ছোট রাজ্য কিন্তু আমরা অসমে ১ হাজার ২৫০ টাকা করে প্রতি মাসে সকল মায়েদের কাছে পৌঁছে দি। ছোট রাজ্য কিন্তু মোদিজির রাজ্য, মোদিজির রাজ্য হওয়ার কারণে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। পশ্চিমবঙ্গে এই সব সুযোগ সুবিধা অসমের চেয়ে বেশি হওয়া উচিত কারণ পশ্চিমবঙ্গ অনেক বড় রাজ্য, অসম ছোট রাজ্য কিন্তু অসমের মানুষ বেশি টাকা পান লক্ষ্মীর ভাণ্ডারে। '  

আরও পড়ুন :

আর চারদিন পরই দেশে ঢুকে পড়ছে বর্ষা, বাংলায় কবে শুরু বৃষ্টি?

কিন্তু এবার লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বরাদ্দ নিয়ে অমিত শাহ যা বললেন, তাতে কি লোকসভা ভোটের মধ্য়ে অস্বস্তিতে পড়ল বিজেপি? ঠিক কী বলেছেন অমিত শাহ? 'মমতা দিদি বলেন, বিজেপি এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে। আমি আপনাদের বলে যাচ্ছি, বিজেপি কোনও প্রকল্প বন্ধ করবে না। আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১০০ টাকা বাড়িয়ে মহিলাদের দেব।' 

বর্তমানে 'জেনারেল কাস্টে'র মহিলারা 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পে প্রতিমাসে ১ হাজার টাকা পান। SC-ST-র মহিলারা প্রতি মাসে ১২০০ টাকা করে পান। সেখানে মাসে ১০০ টাকা করে বাড়িয়ে দেওয়ার কথা বলে বিজেপি বাংলার মহিলাদেরই অপমান করেছেন বলে মত প্রকাশ করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । 

বিশেষজ্ঞরা বলেন, গত বিধানসভা নির্বাচন থেকে পঞ্চায়েত ভোট, তৃণমূলের ঝুলি ভরিয়ে দিয়েছিল এই প্রকল্প। এবার এই প্রকল্প কি লোকসভা ভোটে কোনও নির্ণায়ক ইস্যু হয়ে উঠতে পারে ? 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola