কলকাতা: বিজেপিতে (BJP) ফের টিকিট ক্ষোভ। লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে এবার অভিমানী বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। আর যা নিয়ে এবার মুখ খুললেন আরেক বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)।


রুদ্রনীল প্রসঙ্গে দিলীপ: লোকসভা ভোটে টিকিট না পেয়ে এবার বিস্ফোরক বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। যে ৩৮ জন প্রার্থীর নাম বিজেপির শীর্ষ নেতৃত্ব ঘোষণা করেছে, তাদে চেয়ে কোথায় তিনি অযোগ্য? তা নিয়েও প্রশ্ন তুলেছেন রুদ্রনীল। গতকাল তিনি বলেন, “যেমন শরীর থাকলে খারাপ হয়। তেমন মন থাকলে একটু তো খারাপ হবেই। আমার নিজের মনে হয়েছে যে একটু ভাবলে বোধহয় ভাল হত। আমার মনে হয় যে তাঁরা ব্যস্ত।যাঁদের নির্বাচন করেছেন, এখনও ৩৮ জন। তাঁরা দারুণ যোগ্য। তাঁরা দারুণ ভাল। কিন্তু, ব্যস্ততার জন্য বোধহয় আমার দিকে বোধহয় তাকাবার তাঁরা সময় পাননি। হয়তো ভুলে গেছেন। কিন্তু, তাঁরা ভুলে গেলেও, আমি ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরে একজন সাধারণ কর্মী হিসেবে লড়াই করতে আমি কিন্তু ভুলব না।’’ এপ্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, “পার্টিতে বহুলোক এসেছেন। অনেকেই আবেদন করেছেন। অনেকেই টিকিট চেয়েছেন। পার্টি সবার কথা ভেবেছে তারপরে যেটা ঠিক মনে হয়েছে সেটা ঘোষণা করেছে। আমরা পার্টির সৈনিক হিসেবে সেটা মেনে নিয়েছি। এখনও বাকি আছে কিছু ঘোষণা। সর্বোচ্চ নেতৃত্বে এ ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে।’’

২০১১-য় রাজ্যে পালাবদলের পর থেকে রুদ্রনীল ঘোষ তৃণমূলের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। একুশে জুলাইয়ের মঞ্চেও তাঁকে দেখা যেত। তৃণমূলের জমানায় পশ্চিমবঙ্গ বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ পর্ষদের সভাপতি জনপরিষেবা অধিকার কমিশনারের মতো পদেও তাঁকে বসানো হয়। কিন্তু, বিধানসভা ভোটের মুখে তিনি বিজেপিতে যোগ দেন। ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো কেন্দ্র ভবানীপুরে পদ্ম ফোটানোর গুরুদায়িত্ব বিজেপি সঁপেছিল একদা তৃণমূল ঘনিষ্ঠ রুদ্রনীল ঘোষের হাতে। তবে জিততে পারেননি।


দোলের দিনই বিজেপির ৬৭টি হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন রুদ্রনীল। রুদ্রনীল বলেন, “হয়ত দলের উচ্চ নেতৃত্ব, তাঁরা হয়ত আমায় নিয়ে অন্য কোনও ভাবনাচিন্তা করেছেন। কিন্তু, সেই ভাবনা-চিন্তা যাই করুন না কেন, যদি একটু, আমার সঙ্গে একটু যদি ৫ মিনিট সামনে থেকে কথা বলে বোঝাতেন। তাহলে বোধহয় আমার বুঝতে অসুবিধে হত না। এবং আমি রাজনৈতিকভাবে খুব একটা অজ্ঞ নই।’’


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Train Service Disruption: হাওড়া-ব্যান্ডেল শাখায় ব্যাহত ট্রেন চলাচল, কখন স্বাভাবিক হবে পরিষেবা?