মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : 'রামের ঘরে আসুক বামের ভোট' এবার বামমনস্কদের কাছে ভোটের আর্জি জানালেন দিলীপ ঘোষ। রোজকার মতোই প্রচারে বেরিয়েছিলেন দুর্গাপুরে ।  বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বললেন, 'বাম-কংগ্রেসকে বলছি, পঞ্চায়েত ও পুরসভার ভোটে দলের ঝান্ডা নিয়ে রাজনীতি করবেন। লোকসভায় বিজেপিকে ভোট দিন। '


এ রাজ্যের বাম ভোটারদের পদ্ম চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভআপতি।  বাম ভোটারদের সেই সঙ্গে করলেন কটাক্ষও। বললেন, 'আপনাদের অপকর্মের জন্যই তৃণমূল এ রাজ্যে ক্ষমতায় এসেছে। তাদের তাড়াতে মোদির হাত শক্ত করুন।' বিজেপিকে ভোট দেওয়ার জন্য বাম-কংগ্রেসের ভোটারদের কাছে এই ভাবেই আবেদন জানালেন দিলীপ ঘোষ।


এই কথা শুনে তৃণমূল ও বিজেপিকে একই  সুতোয় বেঁধে আক্রমণ শানিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।  তিনি বলেন, 'তৃণমূল মানেই বিজেপি। তাই তৃণমূল বিজেপিকে, আর বিজেপি তৃণমূলকে ভোট দিক।' সেই সঙ্গে সুজনের কটাক্ষ, আসলে হারবেন বুঝেই এসব কথা বলছেন !


মঙ্গলবার হনুমান জয়ন্তী। এদিন প্রচারে  দিলীপকে দেখা গেল অন্য অবতারে। তিনি প্রচারে বেরিয়ে কখনও ক্রিকেট খেলছেন, কখনও ফুটবল। আবার কখনও ছড়ি বা হাতপাখা নিয়ে ঘুরছেন। এবার দিলীপ ঘোষের হাতে দেখা গেল গদা ! এর আগে ত্রিশূল হাতে প্রচারে বেরিয়ে বিরোধীদের আক্রমণের মুখে পড়েছিলেন দিলীপ। এছাড়া একদিন বেরিয়েছিলেন রুল হাতে। 


মঙ্গলবার দুর্গাপুর স্টিল টাউনশিপে গদা হাতে প্রাতর্ভ্রমণে বেরন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী। বলেন, 'কীর্তি আজাদ মনোনয়ন জমা দেওয়ার আগেই প্যাকিং হয়ে যাবে। তৃণমূল বুঝে গিয়েছে হারবে, তাই গন্ডগোল পাকাচ্ছে। কালু, মালু, হালু, হুলো, কারা এখানে গন্ডগোল পাকাচ্ছে, সব রিপোর্ট আমার কাছে আছে। প্রচারে বেরিয়ে ফের হুঁশিয়ারি দিলীপ ঘোষের। 


দিলীপ ঘোষ এদিন মুখ্যমন্ত্রীকে সরাসরি কটাক্ষ করে বলেন, 'ইডি সিবিআই নেতাদের বাড়ি থেকে টাকা বের করে নিয়ে যাচ্ছে তাতে খুব কষ্ট। মানুষ আপনাকে মানে না তাই রাস্তায় দাঁড়িয়ে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে। তাঁর দলের ছিটকে চোররা শুনতো চোর চোর। এখন মুখ্যমন্ত্রীকেও চোর শুনতে হচ্ছে, জলে ডুবে মরা উচিত। ' 


এরপরেই অবশ্য তিনি শুধরে নিয়ে বলেন, ' আমি ভুল বলেছি। ডুবে মরার জল পাবেন না'  


আরও পড়ুন:SSC নিয়োগ দুর্নীতি মামলায় স্কুলে ২৫ হাজার ৭৫৩জনের চাকরি বাতিল করল হাইকোর্ট